শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ , ২ রমজান ১৪৪৪

বিনোদন
  >
ব্যান্ড মিউজিক

ফুয়াদের সুরের মায়াজালে শীত নামলো শহরে

শেখ মনজু ২৭ অক্টোবর , ২০১৯, ১৩:৩৪:০৫

18K
  • ছবি: ফারহান আহমেদ রাফাত/ নিউজজি২৪

সকালে ঝিরিঝিরি বৃষ্টি নেমেছিল শহরে। বাতাসে তখন হালকা শীতের ঘ্রাণ। দুপুর আসার আগেই সূর্য যে হারিয়েছে, সেটা আর ফিরে আসেনি বিকেলেও। গতকাল এমনই এক রোদহীন ঘোর লাগা বিকেলে বসেছিল সুরের মায়াজাল।

ফুয়াদ আল মুক্তাদির সুর ছড়িয়ে দিয়েছিলেন ঢাকার আকাশে। ‘ফুয়াদ লাইভ ইন ঢাকা’ শোটির জন্যই দুসপ্তাহ আগে ফুয়াদ এসেছেন ঢাকায়। ২৬ অক্টোবর সন্ধ্যায় প্রায় ১০ বছর পর ফুয়াদের এমন একটি কনসার্ট। বিকেল থেকেই তাই তার ফ্যানরা জমতে শুরু করে আইসিসিবি হল ২ এর সামনে।

স্টেজের ডান-বামে বসা-দাঁড়ানো দর্শক সারি। ৭টায় শো শুরু করেন ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’ এর ফ্রন্টম্যান শুভ। ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ গানের ভিন্নধরনের এক মিউজিক অ্যারেঞ্জমেন্ট শুনে নড়েচড়ে বসেন সবাই। দর্শকদের বেশিরভাগই ফুয়াদ এবং শুভর সঙ্গে কণ্ঠ মিলিয়ে উপভোগ করেন গানটি।  

রাত ১১টার দিকে শো-এর শেষ ‘নিটোল পায়ে’ গানটিতেও সবাই ঠিক শুরুর মতো একইভাবে কণ্ঠ মিলিয়ে গাইতে গাইতে বেরিয়েছেন রাতের ঢাকার পথে।

পুরো শোতে ফুয়াদ এবং তার ‘ফ্রেন্ডস’ গায়ক/গায়িকারা একে একে গেয়েছেন প্রায় ৩০টি গান। সবগুলো গান নিয়ে বিস্তারিত লিখতে গেলে পাঠকরা লেখার ব্যাপ্তি দেখে শুরুর প্যারা পড়েই হয়ত স্ক্রল করে হাওয়া হয়ে যেতে পারেন!

সেই ভয়ে একটু ‘ শর্ট বাট সুইট’ করে লেখার এই চেষ্টা...

কনসার্টে সবচেয়ে ভালো যা-

১। ফুয়াদের মিউজিক অ্যারেঞ্জমেন্ট- ফুয়াদ প্রতিভাবান এক সঙ্গীত পরিচালক। লাইভেও ফুয়াদ দেখিয়েছেন কেন তাকে বাংলাদেশের অন্যতম সেরা মিউজিশিয়ান বলা হয়।   

২। ফায়সালের গিটার প্লেয়িং- চুপচাপ দাঁড়িয়ে থেকে একটা মানুষ এত অসাধারণ গিটার কিভাবে বাজায়- অবাক হয়ে ভাবি।

৩। শুভর গায়কী-  লাইভে শুভকে গান গাইতে দেখা সুন্দর এক অভিজ্ঞতা। লাইভে এতটা সুরে গাইতে পারে খুব কম গায়কই- শুভ সেই কম গায়কদের একজন। আকাশ, তুমি আর নেই সে তুমি, টিপ টিপ বৃষ্টি (শেখ ইশতিয়াক), স্বাধীন গানগুলোতে শুভর পারফরম্যান্স ছিল অসাধারণ!

৪। লিঙ্কনের ২টি গান - ‘এই বৃষ্টি ভেজা রাতে’ এবং আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ‘চাঁদ মামা’ পারফর্ম করেন লিঙ্কন। এই শোতে ‘দ্য বেস্ট পারফরম্যান্স অব দ্য নাইট’ অ্যাওয়ার্ড থাকলে সেটা পাবেন আর্টসেল- এর এই ভোকালিস্ট।

৫। এলিটা এবং আনিকার পারফরম্যান্স- এলিটা ‘আমি উড়ে যেতে চাই’ এবং ‘কোথায়’ গান দুটি দারুণ গেয়েছেন। মিলার জনপ্রিয় ‘তুমি কি সাড়া দিবে’ গানটি আনিকা যেভাবে গেয়েছেন, এই গানটি লাইভে ঠিক এভাবেই গাওয়া উচিত!  

৬। তাপস এবং রাফার গান- ‘ওরে নীল দরিয়া’র মতো কঠিন গানটি লাইভে গাওয়া এতই সহজ! তাপসের এফোর্টলেস গাওয়া দেখে সেটাই মনে হয়েছে। রাফা গিটার হাতে ‘আমি আকাশ পাঠাবো’ এবং ‘আনমনে টু’ গান দুটি দারুণ গেয়েছেন।

৭। জোহান, আমজাদ এবং পাভেলের পারফরম্যান্স- ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’ এর লাইনআপটা আসলেই বেশি জোস! সঙ্গে বোনাস জালালের প্রাণজুড়ানো বাঁশি।

৮। তাশফী, ফাইরুজ, জেফার, কনা, আলিফ- এই পঞ্চকন্যার গান। ফুয়াদের মতো একজন অসাধারণ মিউজিশিয়ান যখন কাউকে দিয়ে তার গান লাইভ শোতে গাওয়ানোর সিদ্ধান্ত নেন, তখন নিঃসন্দেহে ধরে নিতে হবে সেই গায়ক/গায়িকারা বেশ ভালো মানের শিল্পী। তবে তাদের জন্য গান সিলেকশনে হয়ত আরেকটু ভেবে দেখতে পারতেন ফুয়াদ। 

৯। রাহাত মুক্তাদিরের আবৃত্তি-  রাহাত ফুয়াদের আপন বড় ভাই। তিনি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কী দারুণ আবৃত্তি করলেন!

 

কনসার্টে সবচেয়ে খারাপ যা-

ফুয়াদের নিজের গাওয়া ‘একটাই আমার তুমি’ গানটির জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন। কিন্তু সারপ্রাইজ হিসেবেও ফুয়াদ এই গানটি গাননি! তবে সবাই মিলে 'চার ছক্কা' গেয়ে মাতিয়েছেন দর্শকদেরকে। 

পুনশ্চঃ ‘এত এত সিঙ্গারদের নিয়ে অনেকদিন পর অসম্ভব সুন্দর একটি শো দেখলাম’- এরকম মন্তব্য করেছেন ‘ফুয়াদ লাইভ ইন ঢাকা’ শোতে আসা বেশিরভাগ দর্শক। দর্শকদের সব শুভেচ্ছা ও ধন্যবাদ গ্রহণ করুন আয়োজক ‘স্কাইট্র্যাকার’-এর সাজিদ, দোজা অ্যালান এবং অন্যরা।  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন