বুধবার, ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯ , ২৯ শাবান ১৪৪৪

বিনোদন
  >
ব্যান্ড মিউজিক

গানবাজ-এর ‘জাগো’

নিউজজি ডেস্ক ১৯ আগস্ট , ২০১৯, ১৬:১৬:৫০

6K
  • গানবাজ-এর ‘জাগো’

২০১৬ এর ৩১মার্চ থেকে ছয় তরুণ মিলে একটি ব্যান্ড গড়ে তোলে। নাম দেয় ‘গানবাজ’। লনি, তাপসি, মাহামুদ, সাকিব, আবির, অমিত। গান দিয়ে সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেয়া তাদের মূল উদ্দেশ্য।

‘গানবাজ’ ব্যান্ডটি সাধারণত রক এন রোল, মেলোডিয়াস রক করে থাকে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডের কভার, ফোক ফিউশন, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসংগীতও পারফর্ম করে তারা।

সম্প্রতি নিজেদের প্রথম অফিসিয়াল মিউজিক ভিডিও ‘জাগো’ গানটি রিলিজ করেছে ব্যান্ডটি।

গানটি নিয়ে ব্যান্ডের ভোকাল লনি বলেন, “বাংলাদেশ সংগ্রামী এক জাতি। যখনই প্রয়োজন হয়েছে আমরা পথে নেমেছি সংগ্রাম করেছি। সময়ের দাবীতে আমরা জেগেছি, জেগে উঠবো। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এসব নিয়ে আমাদের গান। ইতিমধ্যে আমাদের গানটি সবাই অনেক পছন্দ করেছে। আমরা আশা করবো সামনেও সবাই যেনো আমাদের সঙ্গে থাকে আর আমরা ভালো কিছু সবাইকে উপহার দিয়ে আসতে পারি।”

২০১৭ সালে ১১ই আগস্ট নিজেদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ‘গানবাজ’ নিজেদের প্রথম গান ‘চাঁদের আলো’ রিলিজ করে। রিলিজের পরপর বেশ জনপ্রিয়তা পায় গানটি। এরপরপরই ‘ভালবাসা’ গানটি রিলিজ করে সবাইকে জানিয়ে দেয় হারিয়ে যেতে আসেনি এই ছয় তরুণ।

মৌলিক গান তৈরির পাশাপাশি নিয়মিত কনসার্ট, মিউজিকাল ক্যাফে এবং রেডিও শো নিয়ে ব্যস্ত ব্যান্ডটি। খুব শীঘ্রই ‘গানবাজ’ তাদের পরবর্তী গান প্রকাশ করবে। যা তাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।

 

এক নজরে ‘গানবাজ’ ব্যান্ডের লাইনআপ-

ভোকাল-লনি

ফিমেল ভোকাল-তাপসি

ড্রামার-মাহামুদ

লিড গিটার- সাকিব

রিফ গিটার- আবির

বেস গিটার-অমিত

 

 

নিউজজি/এক্স

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন