বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯ , ৮ রমজান ১৪৪৪

বিনোদন
  >
ব্যান্ড মিউজিক

এবার টরেন্টো মাতাবেন জেমস

নিউজজি প্রতিবেদক ১৪ জুলাই , ২০১৯, ১৮:৫০:৩৫

12K
  • এবার টরেন্টো মাতাবেন জেমস

ভক্তদের টানে এবার ১০ দিনের সফরে কানাডা যাচ্ছেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমস। সেখানে দুটি কনসার্টে গান গাইবেন ব্যান্ডগুরু। আজ রোববার দুপুরে জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামী ২১ জুলাই কানাডার টরেন্টো প্যাভিলিয়নে ও ২৭ জুলাই ম্যানিটোবাতে গান গাইবেন জেমস। দুটি কনসার্টে অংশ নিতে আগামী ১৭ জুলাই রাতের ফ্লাইটে কানাডার উদ্দেশ্য গানের দল নিয়ে ঢাকা ছাড়বেন তিনি। টরেন্টোর কনসার্টির আয়োজন করছেন প্রবাসী লোটাস কমল, হালিম শাহ, ম্যাক আজাদ, শাহীন খান।

জানা গেছে, অনেক দিন পরেই কানাডা সফরে যাচ্ছেন নগরবাউল ব্যান্ডের মূল ভোকাল ও গিটারিস্ট জেমস। এর আগে ২০১৩ সালে কানাডায় কয়েকটি কনসার্টে অংশ নিয়েছিলেন। এবার সেখানে প্রায় অর্ধযুগ পর গান গাইবেন তিনি। এর আগে ২০০৮ সালে টরেন্টো মাত করেছিলেন জেমস।

বর্তমানে জেমস ও তার দল দেশের স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করেছেন। এরই মধ্যে গত ১ মে প্রথমবারের মতো গান শোনাতে গিয়েছিলেন মালয়েশিয়ায়। গত মাসেই সুইডেনের স্টকহোমে ও ডেনমার্কের কোপেনহেগেনে গান গেয়ে ফিরেছেন। জানা গেছে, সামনে দেশের বাইরে আরও বেশ কিছু শো’র আমন্ত্রণ পেয়েছেন তিনি।

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন