বুধবার, ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯ , ২৯ শাবান ১৪৪৪

বিনোদন
  >
ব্যান্ড মিউজিক

নগরীতে চার তরুণীর নতুন ব্যান্ড

নিউজজি প্রতিবেদক ১৭ জুন , ২০১৯, ১৪:৪২:৪০

3K
  • নগরীতে চার তরুণীর নতুন ব্যান্ড

রিয়েলিটি শো ‘সানসিল্ক ডিভাস’-এর চার বিজয়ী অন্তরা, মৌমিতা, শীতল ও সুনন্দা মিলে গড়ে তুলেছেন নতুন ব্যান্ড লেইস ফিতা। সম্প্রতি তাদের গাওয়া নতুন একটি গান প্রকাশিত হয়েছে। ‘স্বপ্ন এখন আমার হাতে’ গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হৃদয় খান।

জীবনে প্রথম কোনো গান বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত হচ্ছে, এতে ভীষণ উচ্ছ্বসিত ব্যান্ডের সদস্যরা। মৌমিতা বলেন, ‘আমাদের পেশাদার সঙ্গীতজীবনের যাত্রা শুরু হচ্ছে। এটি আমাদের জন্য খুবই আনন্দের। এই পথচলায় সর্বস্তরের সঙ্গীতপ্রেমীদের আন্তরিক ভালোবাসা-অনুপ্রেরণা প্রত্যাশা করছি।’ 

অন্তরা বলেন, ‘স্বপ্ন দেখতাম, নিজের রেকর্ড করা গান শ্রোতারা শুনছেন। সেই সুযোগ আমাদের গানের দলটি এনে দিয়েছে। স্বপ্নের মতোই লাগছে। মনে হচ্ছে স্বপ্নপূরণের পথে যাত্রা শুরু হলো। এই চলার পথে শ্রোতাদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।’

চার নারী শিল্পীর পেশাদার এই গানের দলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সনি ডিএডিসি ইন্ডিয়া এবং ক্রেইন্স লিমিটেড বাংলাদেশের মিউজিক কনটেন্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম আর্টিস্ট স্প্রেড। দলটির গান শোনা যাবে আইটিউনস, গুগল প্লে মিউজিক, স্পটিফাই, আমাজনসহ শতাধিক প্ল্যাটফর্ম।

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন