বুধবার, ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯ , ২৯ শাবান ১৪৪৪

বিনোদন
  >
ব্যান্ড মিউজিক

এবারের ঈদ ব্যান্ড মিউজিকের!

নিউজজি ডেস্ক ৩০ মে , ২০১৯, ১৪:০৩:০০

30K
  • এবারের ঈদ ব্যান্ড মিউজিকের!

বহুবছর পর ঈদে আবারও একসঙ্গে অনেকগুলো ব্যান্ডের নতুন গান প্রকাশ পেতে যাচ্ছে। প্রায় অনেকদিন ধরে ঈদকে ঘিরে ব্যান্ডের কোনো গান আসছিলো না বললেই চলে। এমন সময় এই ঈদে একসঙ্গে এতগুলো ব্যান্ডের গান, মিউজিক ভিডিও আসাটা রক মিউজিকের সুসময়ের ফিরে আসার ইঙ্গিতই দিচ্ছে।

এক সময় ছিল ঈদ মানেই ব্যান্ড মিউজিকের নতুন গান, নতুন অ্যালবাম। তরুণেরা এল.আর.বি, মাইলস, ওয়ারফেজ, আর্ক, আর্টসেল, ব্ল্যাক-এর গানের জন্য মুখিয়ে থাকতো। অথচ বিগত কয়েক বছর ধরেই ঈদকে ঘিরে ব্যান্ডের কোনো আয়োজন সেভাবে চোখে পড়েনি। কিন্তু এই বছরটি যেন মনে করিয়ে দেয় সেই সোনালী সময়গুলোর। কারণ আর্ক, ব্ল্যাক, মহাকাব্য, আর্টসেল, শাফিন, কমল, এরশাদরা শ্রোতাদের জন্য নিয়ে আসছে ঈদের উপহার।

ঈদ উপলক্ষে জি-সিরিজের ব্যানার থেকে এবার বেশ কয়েকটি ব্যান্ডের মৌলিক গান এবং মিউজিক ভিডিও প্রকাশ পেতে যাচ্ছে। আর্টসেল ব্যান্ডের ‘সংশয়’, এরশাদ জামান-এর গিটার ইনস্ট্রুমেন্টাল ‘ফাইট ব্যাক’, ব্ল্যাক-এর ‘ধূসর’, মহাকাব্য’র সেল্ফ টাইটেল্ড ট্র্যাক, মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ-এর ‘বাতাসে কার কণ্ঠ এবং বহুল প্রতীক্ষিত আর্ক ব্যান্ডের ‘অর্ধাঙ্গিনী’ গান নিয়ে এবারের ব্যান্ড সঙ্গীতের আসর সাজিয়েছে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ।

এছাড়াও, ভাইকিংস’র ‘তোর ঐ শহরে’, ওয়ারফেজ’র কমলের একটি ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক ‘ইউনিয়ন ইন মে’ এবং ওয়ারফেজ-এর সাবেক সদস্য বাবনা’র ‘অপেক্ষা’ গানটিও ঈদে রিলিজ পাবে। 

নিউজজি/এক্স

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন