বুধবার, ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯ , ২৯ শাবান ১৪৪৪

বিনোদন
  >
ব্যান্ড মিউজিক

আইয়ুব বাচ্চুর প্রতি এটা অন্যায়!

বেনজীর আহমেদ রায়হান ৮ এপ্রিল , ২০১৯, ১৫:৫৫:৫৩

18K
  • আইয়ুব বাচ্চুর প্রতি এটা অন্যায়!

যে’কটা ব্যান্ডদল বাংলাদেশে রক গানের প্রচলন করেছে, শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম লাভ রানস ব্লাইন্ড বা এলআরবি। কিংবদন্তি এই ব্যান্ডের গানে উন্মাদনায় মেতে ওঠেননি, এমন শ্রোতা পাওয়া দুষ্কর। উপমহাদেশের বিখ্যাত গিটারিস্ট আইয়ুব বাচ্চুর হাত ধরে সৃষ্টি হওয়া এলআরবি এক এক করে পার করেছে ২৮টি বছর।

কিন্তু এরই ফাঁকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এর ভোকাল ও প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু। গত বছরের ১৮ অক্টোবর মৃত্যুবরণ করেন কিংবদন্তি এই ব্যান্ড তারকা। যার ফলে গোটা দেশ শোকস্তব্ধ হয়ে পড়ে। থমকে যায় এলআরবি’র পথচলা। অনিশ্চিত হয়ে পড়ে ব্যান্ডটির আগামী।

তবে ‘শো মাস্ট গো অন’ সূত্রে এলআরবি’কে আবারও কার্যক্রম শুরু করতে হবে। আর তাই নতুন ভোকাল যুক্ত করেছে ব্যান্ডটি। এলআরবি’র নতুন ভোকাল বালাম। ৫ এপ্রিল, শুক্রবার ব্যান্ডটির ২৭ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে বালামকে পরিচয় করিয়ে দেয়া হয়।

 

এদিকে এলআরবি’র নতুন ভোকাল হিসেবে বালামকে মেনে নিতে পারছেন না ব্যান্ডটির ভক্তরা। রীতিমত ক্ষেপেছেন তারা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে সেই ক্ষোভের রেশ। এলআরবি’র অফিশিয়াল ফেসবুক পেজেই অসংখ্য মন্তব্য দেখা যাচ্ছে, যেগুলোতে ভক্তরা তাদের ক্ষোভ প্রকাশ করছেন।

তেমনই একজন ভক্ত এবং আইয়ুব বাচ্চুর পারিবারিক বন্ধু বেনজীর আহমেদ রায়হান। তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন তার ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে। সেটি নিউজজি২৪-এর পাঠকদের জন্য তুলে ধরা হলো-     

এল আর বি ব্যান্ডের স্বপন, রোমেল, শামীমদের রুটি, মাখনের জন্য টাকা প্রয়োজন এবং সেই টাকার জন্য তারা আইয়ুব বাচ্চু ভাইয়ের নাম, ব্রান্ড এবং ব্যান্ডকেই ব্যবহার করছে। ওয়ারফেজে যখন বালাম ছিল তখন আমি বালামের গায়কী হা করে দেখতাম। সে ওয়ারফেজ ছাড়ার পর অদ্ভুতুরে কি সব গান গাওয়া শুরু করলো এবং ক্রমেই বালামকে আমার মনির খান বলে ভ্রম হতে লাগলো। সেই বালামকেই স্বপন, শামীম, রোমেল, মাসুদরা এল আর বির ভোকাল বানালো এবং অতি দু:খজনকভাবে সেটা বাচ্চু ভাইয়ের পরিবারের সদস্যদের সাথে কোন কথা না বলেই। এটা ঘোরতর অবিচার বাচ্চু ভাইয়ের পরিবারের প্রতি এবং প্রয়াত বাচ্চু ভাইয়ের প্রতিও। আকাশ থেকেও বোধকরি এল আর বির সদস্যদের প্রতি বাচ্চু ভায়ের আক্ষেপ ঝরে পড়ছে হয়তো। বিষয়টা ভাল্লাগেনি মোটেও।

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন