শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ , ২ রমজান ১৪৪৪

বিনোদন
  >
ব্যান্ড মিউজিক

‘ম্যান শুড থিংক, মেশিন শুড ওয়ার্ক’

মোরসালিন আলিফ জিয়ন ৫ মার্চ , ২০১৯, ১৭:৩৮:২৮

30K
  • ‘ম্যান শুড থিংক, মেশিন শুড ওয়ার্ক’

ডুব দিতে ভালোবাসের শায়ান চৌধুরী অর্ণব। যান্ত্রিক শহরে গান করতে করতে প্রায়ই হাঁপিয়ে ওঠেন তিনি। সেই কারণে প্রায়ই হারিয়ে যান। অর্ণব একটা নতুন গান গাইবেন এই অপেক্ষায় থাকেন কত মানুষ। সে জন্যই হয়তো ফিরে আসেন আমাদের মাঝে। নিজের গানের মধ্যেতো হারিয়ে না যাওয়ার কথা বলেছেন অর্ণব। দীর্ঘ বিরতির পর আবারো ভক্তদের মাঝে ফিরে এসেছেন ফিনফিনে গড়নের এই সুরের জাদুকর। হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো সুর দিয়ে অসংখ্য মানুষের হৃদয়কে বশ করে রেখেছেন।

জিরকোনিয়াম ইন্টারন্যাশনাল-এর আয়োজনে গত ১মার্চ ঢাকার ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘অর্ণব আনপ্লাগড ২০১৯ কনসার্ট।

কনসার্ট শুরু হওয়ার আগে কিছুক্ষণ নিউজজি২৪-এর সঙ্গে আড্ডা দেন অর্ণব। গল্পের ফাঁকে জানালেন নিজের নতুন প্রজেক্টসহ আরো অনেক কিছুর ব্যাপারে-

নিউজজি২৪- কেমন আছেন?

অর্ণব: ভালো, খুব ভালো।

নিউজজি২৪- আপনাকে নিয়মিত স্টেজে দেখা যায় না কেনো?

অর্ণব: এখন থেকে নিয়মিত মিউজিক করা শুরু করবো। আমি আসলে মিউজিক শুরু করার প্রসেসটা নিয়ে চিন্তা করছিলাম। আগেতো স্টুডিওতে কাজ করতাম। কিন্তু এরপর স্টুডিওটা আর ভালো লাগছিলো না। ঐখানে ঢুকলে মেশিন আমাকে ডিকটেক্ট করতো কেমন মিউজিক হবে। বক্সের বাহিরে যেভাবে আমি সবসময় সেরকম ভাবনার কাজ করতে পারছিলাম না। কারণ সেখানে মানুষের সঙ্গে ইন্টার‌্যাকশন হচ্ছিলো না; মেশিনের সঙ্গে হচ্ছিলো। আমার মনে হয়, ‘ম্যান শুড থিংক মেশিন শুড ওয়ার্ক। কিন্তু ঐখানে যেটা হচ্ছিলো মেশিন আমাকে ডিকটেক্ট করছিলো আমি কীভাবে ভাববো!

এজন্য স্টুডিও ছেড়ে শান্তি নিকেতনে মুভ ইন করলাম। এখন অনেকগুলো ওয়ার্ক স্টেশন বানিয়েছি ছোট ছোট। যেনো আমি ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের সঙ্গে মিশে কাজ করতে পারো। মেশিনতো আর কিছু ইনপুট দেয় না। মানুষের সঙ্গে কাজ করাটা গুরুত্বপূর্ণ।

নিউজজি২৪- তাহলে আমরা কি অর্ণবকে এখন থেকে নিয়মিত পাচ্ছি?

অর্ণব: দেখি কতদিন চলে! (হা হা হা)। না এখন আর হারাবো না। এখনতো বিভিন্ন জায়গায় আমার সেটআপ করে নিয়েছি। এমন হারিয়ে যাওয়া হয়তো হবে না।

নিউজজি২৪- ‘স্বপ্নজাল সিনেমার পর আর কোন সিনেমার কাজ করছেন?

অর্ণব: হ্যাঁ! কিছু মিউজিকের কাজ পেয়েছি। ওগুলো করবো এখন। ‘নোনা জলের কাব্য নামের একটা সিনেমায় মিউজিকের কাজ করবো। নজরুল ইসলামের দুটো গানের কাজ করছি। আমার নিজের অ্যালবামের কাজ করছি। শান্তিনিকেতনে কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। ঢাকাতে এসে গান করবো। আমি আসলে সিঙ্গেল কোনো জায়গায় লোকেটেড থাকতে চাই না।

নিউজজি২৪- আপনার নতুন অ্যালবাম কবে আসবে?

অর্ণব: এইতো দুই তিন মাসের মধ্যে চলে আসবে!

নিউজজি২৪- ‘সে যে বসে আছে গান থেকে আজকের অর্ণবের জার্নিকে কীভাবে দেখেন?

অর্ণব: মিউজিক আমার কাছে ডায়েরির মতো। আমি চাই আমার ফিলিংসগুলো, আমার জার্নিটা যেনো রিফলেক্ট করে। আমি পারফেক্ট না, কেউই পারফেক্ট না আমরা। কিন্তু আমরা অনেক সময় নিজেদের পারফেক্ট দেখানোর চেষ্টা করি। আমি সেরকম না। আমি যেমন, আমি তেমন। এজন্যই হয়তো আমার গান সবাই হয়তো রিলেট করতে পারে। মিউজিক আমার কাছে খুব অনেস্টির একটা জায়গা। যেখানে আমি আমার মতো থাকতে পারি। ‘ইফ আই এম হ্যাপি ইফ আই এম পজিটিভ আই এম পজিটিভ। আমি যেমন আমার গানে সেটা রিফলেক্ট করে।

নিউজজি২৪- অর্ণবকে যারা ফলো করে তাদের জন্য কোনো উপদেশ?

অর্ণব: আমাকে যারা ফলো করে তারা হয়তো প্রথমে আমাকে অনুসরণ করবে। কিন্তু পরে তারা নিজেদের রাস্তা নিজেরাই বের করে নিবে। কেউ হয়তো ফোক মিউজিক, কেউ হয়তো ক্লাসিক্যাল মিউজিক, কেউ হয়তো রক মিউজিক করবে। আমি নিজেও নিজেকে ভাঙ্গার মধ্যে দিয়েই যাচ্ছি। তারাও হয়তো সেটাই করবে।

পুরো কনসার্টের কিছু অংশ দেখতে চাইলে নিচে ক্লিক করুন-

নিউজজি/এক্স

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন