শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ , ২ রমজান ১৪৪৪

বিনোদন
  >
ব্যান্ড মিউজিক

ব্যান্ড শূন্যের ‘১৫ বছর পূর্তি উদযাপন’

নিউজজি ডেস্ক ৩০ নভেম্বর , ২০২২, ২০:৪৬:৫১

220
  • ব্যান্ড শূন্যের ‘১৫ বছর পূর্তি উদযাপন’

দীর্ঘ ১৫ বছর পথ পাড়ি দিয়েছে বাংলাদেশের ‘ব্যান্ড শূন্যে’। এ উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে ‘ফিফটিন ইয়ারস অব শূন্য’ কনসার্ট। আগামী ২৬ জানুয়ারি ২০২৩ এ কনসার্টটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্যটি জানানো হয়। কনসার্টটি আয়োজন করছে ড্রীমকাস্ট মার্কেটিং এন্ড কমিউনিকেশন।

জানানো হয়, ২৬ শে জানুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, হল-৪ এ ‘ফিফটিন ইয়ারস অব শূন্য’ কনসার্টটি অনুষ্ঠিত হবে। এই জমকালো কনসার্টে গান পরিবেশন করবেন শূন্য ব্যান্ডসহ দেশ সেরা সব সংগীত শিল্পীরা। এই কনসার্টের পিআর পার্টনার হিসেবে আছেন স্টোরিটেলার পিআর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শূন্য ব্যান্ডের ড্রামার রাফাতুল বারি লাবিব ও গিটারিস্ট ইশ্মামুল ফরহাদ এলিন এবং ড্রীমকাস্ট মার্কেটিং এন্ড কমিউনিকেশন এর বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্রাটেজিক ডিরেক্টর মারজুক হোসাইন, ম্যানেজিং পার্টনার মহিউদ্দিন চৌধুরী শাওন ও আল-আমিন আবেদিন এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন