শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন
  >
ব্যান্ড মিউজিক

‘আমি রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল, আইনিভাবেই এর সমাধান হোক’

ওমর ফারুক বিশাল ১০ ডিসেম্বর , ২০২১, ১৯:৪১:০৬

766
  • ‘আমি রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল, আইনিভাবেই এর সমাধান হোক’

‘আমি প্রতিষ্ঠানটি থেকে বেরিয়ে এসেছি সাত মাস আগে। যুক্ত হয়েছিলাম চলতি বছরের মার্চের শুরুর দিকে। বেরিয়ে আসি মে মাসের শেষের দিকে। প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার সময় এর বিরুদ্ধে রাষ্ট্রীয় কোনও জটিলতা ছিল না। প্রতিষ্ঠানটি জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হয়েছিল। কাজের স্বীকৃতস্বরূপ বিভিন্ন ধরনের পুরস্কারও পায় এ প্রতিষ্ঠান।

‘এমন অবস্থায় থাকা একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া আমার জন্য কতটুকু অন্যায়, আমি জানি না’- ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকাণ্ড প্রসঙ্গে নিউজজির সঙ্গে আলাপকালে কথাগুলো বললেন নন্দিত গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান।

ব্যবসা করার জন্য রাষ্ট্র ইভ্যালিকে বৈধতা দিয়েছে। দীর্ঘদিন প্রতিষ্ঠানটি দাপটের সঙ্গেই তাদের কার্যক্রম চালিয়েছে। একটা সময় এসে গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানটির প্রতারণার বিষয় চরম আকার ধারণ করে। সে ক্ষেত্রে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর ভালো-মন্দের দায়ভার রাষ্ট্র কিংবা সরকারের। রাষ্ট্র অনুমোদিত কোনও প্রতিষ্ঠানের সঙ্গে শিল্পীরা কাজ করতেই পারে, সেটা অন্যায়ের কিছু না- এ ক্ষেত্রে আপনার কোনও অভিযোগ বা মতামত আছে? তাহসানের উত্তর, ‘এসব ব্যাপারে আমার কিছু বলার নেই। আমি রাষ্ট্র ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনিভাবেই এর সমাধান হোক।’

ইভ্যালির সঙ্গে যুক্ত হওয়া ভুল ছিল বলে মনে করেন কি?- এমন প্রশ্নের উত্তরে তাহসান বলেন, ‘ভবিষ্যতের কথা কি কেউ কখনও বলতে পারেন? যখন ভালো মনে হয়েছিল, যুক্ত হয়েছিলাম। যখন ভালো মনে হয়নি, বেরিয়ে এসেছি। নিজের অজান্তেও মানুষের ভুল হয়। সেদিক বিবেচনায় মনে হয়েছে, এর সঙ্গে যুক্ত না হলেই ভালো হতো। তবে হ্যাঁ, আমি দুই মাস প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করেছি। এ সময়ে যদি আমার কোনও ভুল থাকে, সে ক্ষেত্রে আইনিভাবে বিবেচনা করা হোক। আর আমার সম্পৃক্ততায় যদি কোনও অনিয়ম না থাকে- সেটাও সবাইকে অবগত করা হোক। এককথায়, আইনের প্রতি আমার আস্থা আছে, আইনিভাবেই এ বিষয়ের সুরাহা হোক।’

ইভ্যালিকাণ্ডে আপনার বিরুদ্ধে মামলা হলো। এ বিষয়টি আপনার ভক্ত-অনুরাগীসহ দেশবাসী জানল। তাদের উদ্দেশে কিছু বললেন? গায়ক-অভিনেতা তাহসানের উত্তর, ‘সবার কাছে দোয়া চাই। কোনও ধরনের জটিলতায় যেন আর না পড়তে হয়। ভালোর সঙ্গে থাকতে চাই। সবার ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, কারো কষ্টের কারণ যেন কখনও না হই।’

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেতা ও গায়ক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৪ ডিসেম্বর (শনিবার) রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও সহায়তা করা হয়েছে। আত্মসাৎকৃত টাকার পরিমাণ ৩ লাখ ১৮ হাজার টাকা, যা উদ্ধার করা সম্ভব হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রাজিব হাসান সংবাদমাধ্যমকে বলেন, উক্ত মামলায় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে।

জানা যায়, আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠানে গায়ক ও অভিনেতা তাহসান খান শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। আর রাফিয়াত রশিদ মিথিলা ইভ্যালির ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’ শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। এছাড়াও প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন অভিনেত্রী শবনম ফারিয়া।

ইভ্যালির বিতর্কিত কর্মকাণ্ডের কারণে গত জুনে বড় অঙ্কের বেতনে ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেয়া শবনম ফারিয়ার বেতনের অধিকাংশ বকেয়া। অন্যদিকে, ১০ মার্চ ইভ্যালির ‘ফেইস অব ইভ্যালি’ (শুভেচ্ছাদূত) ঘোষণা করা হয় তাহসানকে।

তিনি শুভেচ্ছাদূত হওয়ার পরের মাস থেকে প্রতিষ্ঠানটি বিতর্কিত কর্মকাণ্ড ও গ্রাহকের পণ্য সময় মতো পৌঁছে না দিতে পারায় তোপের মুখে পড়েন। সবদিক বিবেচনা করে মে মাসের শেষের দিকে ইভ্যালি থেকে স্বেচ্ছায় সরে যান তাহসান।

প্রসঙ্গত, প্রতারণার দায়ে ইতোমধ্যে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন কারাগারে রয়েছেন।

নিউজজি/ওএফবি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন