মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

বিনোদন

ফরিদুল ইসলাম রুবেলের ব্যতিক্রমী নাটক

নিউজজি প্রতিবেদক  জুন ১৭, ২০২৫, ১৪:৪৬:১৫

74
  • ছবি: সংগৃহীত

ফরিদুল ইসলাম রুবেলের রচনায় ও পলাশ মণি দাসের পরিচালনায় নির্মিত হলো বিশেষ নাটক ‘আন্তর্জাতিক বিচারক’। নাটকটিতে অভিনয় করেছেন তারিক স্বপন, আঁখি চৌধুরী, কাজী রাজু, রেবেকা রউফ, ফরিদ হোসেন, হিয়া মণি প্রমুখ।

গল্পের নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল বলেন, ‘ভিউয়ের প্রতিযোগিতায় সবসময় লিপ্ত না হয়ে ব্যতিক্রমী কিছু গল্পও দর্শকদের উপহার দিতে হয়। আন্তর্জাতিক বিচারক তেমনি একটি গল্প।’

নির্মাণ প্রসঙ্গে পরিচালক পলাশ মণি দাস বলেন, ‘গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার নেপথ্যে কাজ করে রতন। সেই সাথে গ্রামের চোর-বাটপারদের শায়েস্তা করে শাস্তির আওতায় নিয়ে আসে সে। এটি খুবই চমৎকার একটি সমাজ উপকৃত গল্প।’

নাটকটি শিগগিরই একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন