মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

বিনোদন

কিয়ারার আবেগঘন পোস্ট স্বামী সন্তান বাবা ও শ্বশুরকে নিয়ে

নিউজজি ডেস্ক  জুন ১৬, ২০২৫, ১৯:৪৯:৩০

79
  • ছবি: সংগৃহীত

ঢাকা : স্বামী, নবাগত সন্তান, বাবা ও শ্বশুরকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।  বাবা দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন তিনি। সেখানেই নিজের অনাগত সন্তানকে ‘সবচেয়ে সৌভাগ্যবান’ বলে উল্লেখ করেন এ অভিনেত্রী।

রোববার সকালে নিজের বাবা, শ্বশুর ও স্বামীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যার ক্যাপশনে প্রথমে বাবাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘যে ব্যক্তি আমাকে ধৈর্য, শক্তি এবং অনন্ত ভালোবাসা দিয়ে বড় করেছেন, তিনিই আমার প্রথম নায়ক এবং সম্ভবত তিনিই একমাত্র ব্যক্তি যিনি আমার ফোন একবার বাজামাত্রই ধরে ফেলেন।’

এরপর শ্বশুরের ছবির ক্যাপশনে কিয়ারা লেখেন, ‘যিনি আমার স্বামীকে একজন সত্যিকারের মানুষের মতো মানুষ করে তুলেছেন।’ স্বামী সিদ্ধার্থের ছবির ক্যাপশনে হবু মা কিয়ারা লেখেন, ‘আমার স্বামী, যিনি বাবা হতে চলেছেন, আমি জানি আমাদের সন্তান সবচেয়ে সৌভাগ্যবান।’

প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় থাকা কিয়ারা অন্তঃসত্ত্বা হলেও থেমে নেই। কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নজরকাড়া সাজে হাজির হন তিনি। আর কিছুদিন আগেই মেট গালায় উপস্থিত হয়ে আলোচনায় আসেন এ বলিউড অভিনেত্রী।

 

নিউজজি/জাহো

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন