বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

বিনোদন

বাসায় আগুন অল্পের জন্য স্ত্রী সন্তানসহ প্রাণে বাঁচলেন বাপ্পা মজুমদার

নিউজজি ডেস্ক  মে ২২, ২০২৫, ১৯:৩২:৪৭

129
  • ছবি: সংগৃহীত

ঢাকা : জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে তার বনানীর বাসায় এ দূর্ঘটনা ঘটে। তবে এখন এ শিল্পী ও তার পরিবার নিরাপদে রয়েছেন। বড় কোনো দূর্ঘটনা ঘটার আগেই ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে।

বাপ্পা জানান, তিনি যে বাসায় থাকেন, সেই বহুতল ভবনের নিচতলা থেকে মূলত আগুনের সূত্রপাত। ভোরে ইন্টারকমের কল পেয়ে তিনি আগুনের বিষয়ে জানতে পারেন।

পরে পরিবারের সদস্যদের নিয়ে বারান্দায় গেলে দেখতে পান আগুনের ধোয়ার চারিদিক ছেয়ে গেছে। ঘাবড়ে যান তিনি। আগুনের আঁচ তার মুখে লাগছিল। এ মূহুর্তে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। পরে পাশেই থাকা একজন গীতিকারের সঙ্গে যোগাযোগ করে পরিবার ( স্ত্রী ও দুই কন্যা) নিয়ে বাসা থেকে বের হন তিনি।

তবে এখন তিনি ও তার পরিবার নিরাপদে আছেন জানিয়ে বাপ্পা যুগান্তরকে বলেন, আপাতত আমরা সবাই ঠিক আছি। আমাদের পরিবার কিংবা সেই বাসার কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি তেমন। কেউ আহত হননি। বলতে পারেন, ভয়ংকর বাঁচা বেঁচে গেছি। যেকোনো কিছু একটা ঘটে যেতে পারতো।

তিনি আরও বলেন, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বড় ধরনের বিপদের হাত থেকে আজ রক্ষা পেয়েছি। ভোরে রাস্তায় মানুষ কম থাকায়, ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত আসতে পেরেছিল। না হলে অনেক বড় কিছু আজ হতে পারত। ভাবলেই গা এখনও শিউরে উঠছে। এখনও আমি মানসিক ট্রমা থেকে বের হতে পারছি না। এই ট্রমা থেকে বের হতে সময় লাগবে। 

এর আগে বাপ্পা মজুমদার অগ্নিকান্ডের ঘটনার বিষয়ে ফেসবুকে এক পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।’

 

নিউজজি/জাহো

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন