বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

বিনোদন

নারী গল্পনির্ভর সিনেমা করতে চাই : বাঁধন

নিউজজি ডেস্ক  মে ২২, ২০২৫, ১৯:২২:০২

104
  • ছবি: সংগৃহীত

ঢাকা : মুক্তি পেতে যাচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’। দীর্ঘদিন ধরেই এটি মুক্তির কথা শোনা গেলেও, আর মুক্তি পায়নি। এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন, সিনেমাটির কাজ সম্পুর্ণ শেষ হয়নি।

এবার পরিচালক সানি সানোয়ার জানালেন, আসন্ন ঈদেই মুক্তি পাচ্ছে বাঁধনের নতুন এ সিনেমাটি। এতে বাঁধনকে দেখা যাকে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে।

চরিত্র প্রসঙ্গে বাঁধন বলেন,‘চরিত্রটি করতে আমাকে অনেক প্রস্তুতি ও ট্রেনিং নিতে হয়েছে। অস্ত্র চালানো শিখতে হয়েছে। সব রকমের প্রস্তুতি নিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়েছি।’

সিনেমা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘ঈদে মুক্তির প্রস্তুতি নেয়া হচ্ছে। আশা করি সব ঠিক থাকলে প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। এতে রহস্য, অ্যাকশন, সুন্দর গল্প পাবেন দর্শক।

যা সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। এছাড়াও এর নির্মাণ শৈলীও ভালো। দর্শক টানার মতো অনেক কিছুই রয়েছে এ সিনেমায়। দর্শক প্রেক্ষাগৃহে নিরাশ হবেন না। আমার সিনেমার পাশাপাশি, আমি মনে করি দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে দেশের সিনেমা দেখা উচিত।’

‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমার গল্প একজন নারীকে কেন্দ্র করেই এগিয়েছি। আর এ ধরনের গল্পেই কাজ করতে চান বাঁধন এমনটা জানিয়ে তিনি বলেন, ‘আমি চাই নারী চরিত্র সিনেমায় লিড হোক। গল্পের নায়ক হবেন একজন নারী, তাকে ঘিরে গল্প এগিয়ে যাবে। এমন গল্পনির্ভর সিনেমা করতে চাই।’

‘রেহানা মরিয়ম নূর’ নামে একটি সিনেমা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছেন বাঁধন। এছাড়াও অভিনয় করেছেন বলিউডেও। তারপরও নিজ দেশে তাকে সিনেমায় খুব একটা দেখা যায় না। তবে তিনি বসে নেই, সিনেমার স্ক্রিপ্ট পড়ছেন নিয়মিত। ব্যাটে বলে মিলে গেলেই হয়তো দেখা যাবে তাকে নতুন সিনেমায়।

 

নিউজজি/জাহো

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন