মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

বিনোদন

অন্তরা কথা’র সাথে সাজিদের গান “প্রেম কবিতা”

নিউজজি প্রতিবেদক  এপ্রিল ১৫, ২০২৫, ১৯:৩৭:৪৩

531
  • অন্তরা কথা’র সাথে সাজিদের গান “প্রেম কবিতা”

অন্তরা কথার সাথে নতুন একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন সাজিদ মোহাম্মদ। প্রেম কবিতা শিরোনামে সাবলীল ভাষায় গানটির কথা লিখেছেন শাহাদাত হোসাইন শাওন।

এবারের পহেলা বৈশাখের দিনে গানটি প্রকাশিত হয়েছে সাজিদ মোহাম্মদ ইউটিউব চ্যানেল থেকে। যার সঙ্গীত আয়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক রাফি মোহাম্মদ।

মনোরম পরিবেশ বেষ্টিত একটি রিসোর্টে ধারণ করা হয়েছে গানটির ভিডিও চিত্র। নাজিয়া নুরের পরিচালনায় যেখানে সাজিদের বিপরীতে অভিনয় করেছেন অথৈ ও সুমন।

গানটির বিষয়ে সংগীতশিল্পী সাজিদ মোহাম্মদ বলেন, অন্তরা কথার সাথে এর আগেও গেয়েছি। তবে নিজের সুরে একটু ভিন্ন আঙ্গিকে এবারের কাজটি করার চেষ্টা করেছি। আশা করি গানটি সবার ভালো লাগবে। খুব শীঘ্রই অনুপম মিউজিকের ব্যানারে বড় পরিসরে আমার আরেকটি গান প্রকাশিত হচ্ছে।

সম্প্রতি ‘ভালোবাসা সোল্ড আউট’ নাটকে নাভেদ পারভেজের সুর ও সংগীত আয়োজনে ‘অনন্ত পথ’ শিরোনামে গানটিতে কোনালের সাথে কণ্ঠ দিয়েছেন সাজিদ। এছাড়াও বিভিন্ন সময়ে গেয়েছেন কনা, খেয়া, নির্ঝর, প্রীতি শেখ’সহ জনপ্রিয় অনেক ফিমেল সহ-শিল্পীর সাথে।

উল্লেখ্য, ৮০ কিংবা ৯০ দশকের চলচ্চিত্রের বেশ কয়েকটি গান নতুন করে গেয়ে আলোচনা এসেছিলেন সাজিদ মোহাম্মদ। পুরনো গানকে নতুন রূপে শ্রোতাদের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি নিয়মিত নিজের মৌলিক গান প্রকাশ ও ভিডিও নির্মাণের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই সঙ্গীতশিল্পী।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন