মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

বিনোদন

বারংবার প্রাণনাশের আতঙ্ক, সালমানের ছবি তোলা নিষেধ!

নিউজজি ডেস্ক  এপ্রিল ১৩, ২০২৫, ১৯:১৬:৩৩

97
  • ছবি: সংগৃহীত

ঢাকা :প্রায় চব্বিশ ঘণ্টাই কড়া নিরাপত্তা বেষ্টনীর মাঝে থাকতে হয় বলিউডের ভাইজান সালমান খানকে। প্রায় বছর দুয়েক থেকে বারংবার প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান। যদিও এর মধ্যেই চালিয়ে যাচ্ছেন সিনেমার শুটিং। বিভিন্ন অনুষ্ঠানেও যাচ্ছেন।

কখনও আবার নিজের খামারবাড়ি চলে যাচ্ছেন অবসর কাটাতে। যদিও এসবের মাঝে সালমানের পাশে যিনি ছায়াসঙ্গী হয়ে আছেন, তিনি শেরা। অভিনেতার দীর্ঘ দিনের নিরাপত্তারক্ষী। অভিনেতার সব গতিবিধি যেন তার নখদর্পণে।

সালমানকে সারাক্ষণ আগলে রাখছেন। এবার মুম্বাই বিমানবন্দরে মেজাজ হারালেন তিনিই। সালমানের জীবনের বহু ওঠাপড়ার সাক্ষী শেরা। তার সঙ্গে দেশবিদেশে শুট থেকে আদালত পর্যন্ত ঢাল হয়ে সামনে থেকেছেন তিনি।

এমনকি সালমানের গ্রেফতারের সময়েও পুলিশের তোয়াক্কা না করে তার সঙ্গে ছিলেন শেরা। শুরু থেকেই সালমানকে ‘মালিক’ বলে ডাকেন তিনি। টানা ২৬ বছর একসঙ্গে থেকে শেরাও এখন খান পরিবারের সদস্য।

রবিবার সকালে সালমান মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন, চারপাশে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিন কোনও ছবি তুলতে চাননি তিনি। তার দেহরক্ষী শেরা নিশ্চিত করেছিলেন, যেন তার ‘মালিক’ বিরক্ত না হন। কিন্তু ততক্ষণে সালমানকে দেখে হইচই শুরু করেন পাপারাজ্জিরা।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে পাপারাজ্জিরা সালমানকে দেখে তীব্র স্বরে চিৎকার করতে শুরু করেন। সালমানের নিরাপত্তারক্ষী বার বার সকলকে সরে যেতে বললেও কেউ কোনও কথা কানে তুলতে রাজি নন।

এক পর্যায়ে এসে শেরাকে খানিক আক্রমণাত্মক ভাবে কিছু আলোকচিত্রীকে দূরে ঠেলে সরিয়ে দিতে দেখা যায়। শেরা চিৎকার করে বলেন, ‘কেউ দাঁড়াবেন না এখানে, একদম কারও মুখ দেখতে চাই না।’

পাপারাজ্জিরা দল কথা শুনতে রাজি নয়। ততক্ষণে মেজাজ হারিয়ে ধমক দেন শেরা। বলেন, ‘অনেক হয়েছে, যান বলছি।’ পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকেও তিরস্কার করেন। শেষ পর্যন্ত কোনও মতে সালমানকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন শেরা।

 

নিউজজি/জাহো

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন