বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ , ১৮ শাওয়াল ১৪৪৬

বিনোদন

উৎসবের আমেজে সজল-ফারিয়া

নিউজজি প্রতিবেদক  মার্চ ১৮, ২০২৫, ১৬:৩২:৪২

54
  • ছবি: সংগৃহীত

ঢাকা : ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জ্বীন ৩’ সিনেমার প্রথম গান 'কন্যা' প্রকাশ হয়েছে। নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল জুটিকে এই গানে পাওয়া গেছে উৎসবের আমেজে।

জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে প্রচার হয়েছে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সংগীতায়োজন করেছেন ইমরান।

গানের ভিডিওচিত্রে দোল উৎসব, গ্রামীণ মেলা, রং-বেরঙের মুখোশ পরে নববর্ষ উদযাপনের দৃশ্য উঠে এসেছে। লাল শাড়ি ও বসন্তের রঙে সাজতে দেখা গেছে নুসরাতকে। আর সজল পরেছেন সাদা পাঞ্জাবি।

‘জ্বীন ৩’ সিনেমাটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। গানটি নিয়ে পরিচালক বলেন, ‘গ্রাম বাংলার উৎসবের আমেজ তুলে ধরা হয়েছে গানটিতে। আশা করছি, সবার ভালো লাগবে।’

চিত্রনাট্য নিয়ে এই পরিচালক বলেছেন, আগে বাচ্চা একটি মেয়ের গল্প দেখানো হয়েছে, এবার একটা ছেলের গল্প উঠে এসেছে।

‘জ্বীন ৩’ সিনেমা দিয়ে অর্ধযুগ পর জাজ মাল্টিমিডিয়ায় ফিরেছেন নুসরাত ফারিয়া। সিনেমায় আরও অভিনয় করেছেন তানিয়া আহমেদ, নাদের চৌধুরী প্রমুখ। সিনেমায় তিনটি গান রয়েছে, যার একটি মুক্তি পেল।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জ্বীন’ সিনেমা। ভালো ব্যবসা হওয়ায় সেটির ধারাবাহিকতায় গত রোজার ঈদে মুক্তি পায় ‘মোনা: জ্বীন-২’। এবার আসছে 'জ্বীন ৩'।

 

নিউজজি/জাহো

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন