বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ , ১৮ শাওয়াল ১৪৪৬

বিনোদন

মোশাররফ করিমকে নিয়ে আর এইচ সোহেলের ধারাবাহিক

নিউজজি ডেস্ক  মার্চ ১৩, ২০২৫, ১৪:৫৫:০৮

85
  • মোশাররফ করিমকে নিয়ে আর এইচ সোহেলের ধারাবাহিক

নাট্যনির্মাতা রাকিবুল হাসান সোহেল নিয়মিত নাটক পরিচালনা করছেন। আর এইচ সোহেল নামেও পরিচিত তিনি। এরই মধ্যে নাট্যাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। দর্শকপ্রিয়তা বিবেচনা করে সময়ের ব্যস্ততম এই নির্মাতা ‘সোনা বউ’ নাটকের সিক্যুয়েল নির্মাণ করেছেন।

‘সোনা বউ-টু’ নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এতে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিশা। নাটকটি কমেডি মনে হলেও এটি মূলত একটি রহস্যধর্মী নাটক।

নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন এই নির্মাতা। নিজের ব্যস্ততা সম্পর্কে আর এইচ সোহেল বলেন, ‘মোশাররফ করিমকে নিয়ে নতুন একটি ধারাবাহিক নাটকের প্রথম লটের শুটিং শেষ করেছি। নাম ঠিক না হওয়া ধারাবাহিকটির সম্পাদনার কাজ চলছে। খুব শিগগির দ্বিতীয় লটের শুটিং শুরু করব।’

প্রাপ্তি ও অপ্রাপ্তি সম্পর্কে পরিচালক আর এইচ সোহেল বলেন, ‘আসলে আমার প্রাপ্তিটাই বেশি, অপ্রাপ্তি নেই বললেই চলে। তবে আমরা যখন কাজ করতে যাই, তখন অনেক সময় অভিনেতা-অভিনেত্রীরা সময়ের মূল্যায়ন না করার কারণে সমস্যায় পড়তে হয়। আবার বাজেট স্বল্পতার কারণে শুটিংয়ের জন্য পর্যাপ্ত সময় পাই না। সময় বেশি পেলে হয়তো কাজগুলো আরো সুন্দর করতে পারতাম।’

নাটকের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনাও করছেন সোহেল। খুব শিগগির চলচ্চিত্র নির্মাণ শুরু করবেন বলে জানিয়েছেন এই নির্মাতা।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন