মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

বিনোদন

শ্রীদেবীর সঙ্গে যে কারণে সিনেমায় কাজ করেননি আমির

নিউজজি ডেস্ক  মার্চ ১১, ২০২৫, ১৬:৩৬:৪২

87
  • ছবি: সংগৃহীত

ঢাকা : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খার আর অন্যদিকে রয়েছেন কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। আমির খান যেমন তার সিনেমার প্রতি আবেগ ও কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত, ঠিক তেমনই শ্রীদেবী সবসময় তার দুর্দান্ত অভিনয় ও সৌন্দর্যের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

এই দুজনেরই সিনেমার দুনিয়ায় নিজস্ব জায়গা রয়েছে। আমির খান যেমন সুপারস্টার, ঠিক তেমনই শ্রীদেবী ছিলেন ইন্ডাস্ট্রির প্রথম মহিলা সুপারস্টার। ভারতীয় গণমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়, এত জনপ্রিয়তা সত্ত্বেও, এই সুপারস্টাররা কখনও একসঙ্গে কাজ করেননি। এর জন্য দায়ী ছিলেন আমির খান।

প্রতিবেদনে আরও বলা হয়, ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন সময়ে শ্রীদেবীর সঙ্গে কাজ করতে চাননি আমির। আর এর কারণ ছিল আমিরের উচ্চতা। আমির নিজেই বলেছিলেন যে শ্রীদেবীর সঙ্গে আমায় মানাত না, কারণ আমি ওর থেকে অনেকটাই বেঁটে।

আমিরের কথায়, আমার আর শ্রীদেবীর জুটি সিনেমার পর্দায় মানাবে না। কারণ, শ্রীদেবীকে তার চেয়ে অনেক বেশি বয়স্ক মনে হবে। যদিও আমির শ্রীদেবীকে একজন দারুণ অভিনেত্রী বলেই মনে করতেন এবং তাকে শ্রদ্ধাও করতেন, তবুও তিনি কখনোই তার সঙ্গে জুটি বাঁধতে চাননি।

তবে একসঙ্গে সিনেমা না করলেও আমির-শ্রীদেবী একটি ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করেছিলেন। তবে আমির খান হয়ত শ্রীদেবীর সঙ্গে কাজ না করলেও সম্প্রতি তার ছেলে জুনেদ খানের নায়িকা হয়েছেন শ্রীদেবীর মেয়ে খুশি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলের বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায় শ্রীদেবীকে। ঠিক কীভাবে মৃত্যু হল, সেই রাতে দুবাইয়ের ওই হোটেলে ঠিক কী ঘটেছিল, তার উত্তর এখনও মেলেনি।

 

নিউজজি/জাহো

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন