রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ , ১৭ শাবান ১৪৪৬

বিনোদন

আজ রিয়ার জন্মদিন

নিউজজি ডেস্ক  জানুয়ারী ২৪, ২০২৫, ১৩:৪৮:৫৩

61
  • সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল রিয়া সেন। রিয়া ২৪ জানুয়ারি ১৯৮১ সালে কটি শিল্পী পরিবারেই জন্ম গ্রহণ করেন। তার দিদিমা সুচিত্রা সেন, মা মুনমুন সেন এবং বোন রাইমা সেন। ১৯৯১ সালে ‘বিষকন্যা’ চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় শুরু হয়।

১৯৯৮ সালে ফাল্গুনি পাঠকের ইয়াদ পিয়া কি আনে লাগে ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা পান। সে সময় তার বয়স ছিল ১৬ বছর। ২০০১ সালে তিনি স্টাইল দিয়ে বলিউডে পা রাখেন। ২০০৬ সালে তিনি আপনা সাপনা মানি মানি তে অভিনয় করেছিলেন। এছাড়াও তার অন্যান্য সফল চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে প্রীতিশ নন্দীর মিউজিক ফিল্ম, ঝংকার বিটস ( হিংলিশ ভাষায় তৈরি) (২০০৩), শাদি নং ওয়ান (২০০৫) এবং মালায়ালম ড্রাফ্ট মুভি আনন্দরাম (২০০৫)।

তিনি হিন্দির পাশাপাশি বাংলা, তামিল ও মালায়ালাম ভাষার সিনেমাতেও কাজ করেছেন। এরপরে তিনি অনেক মিউজিক ভিডিও, ফ্যাশন শো, টিভি শো করেছেন। বাণিজ্যিকভাবে ম্যাগাজিনের কভার পেজে উপস্থিত হয়েছেন।

রিয়া সেন একজন জুতো আসক্ত। প্রায়ই তাকে হাই হিল পরে থাকতে দেখা যায়। এমনকি তিনি হাই হিল পরে নেচেছেন বিভিন্ন চলচ্চিত্র এবং মঞ্চে। ২০০৯-এ হংকংয়ে এক অনুষ্ঠানে তিনি নিজের এই হাই হিল আসক্তির বিষয়টি নিশ্চিত করেন। ২০১২ সালে রিয়া সেন তার অভিনীত নৌকাডুবি সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে স্টার গাইড পুরস্কার জিতেছিলেন।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন