রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ , ১৭ শাবান ১৪৪৬

বিনোদন

শুভ জন্মদিন রিচি সোলায়মান

নিউজজি ডেস্ক  জানুয়ারী ২৩, ২০২৫, ১৫:১৪:২৫

38
  • ছবি: ইন্টারনেট

লাবণ্যময় চেহারা, মিষ্টি হাসি আর নিপুণ অভিনয়; সব কিছুর পরিপূর্ণ সমন্বয় যার মধ্যে, তিনি রিচি সোলায়মান। দেশের শোবিজ জগতের অন্যতম জনপ্রিয় ও প্রশংসিত অভিনেত্রী তিনি। নব্বই দশক থেকে তিনি দর্শকদের মনে মুগ্ধতা ছড়িয়ে আসছেন।

আজ ২৩ জানুয়ারি, রিচি সোলায়মানের জন্মদিন। পাবনার ঈশ্বরদীতে তার জন্ম ও বেড়ে ওঠা। স্কুল জীবন সম্পন্ন করেছেন সেন্ট জুড বিদ্যালয় থেকে। এরপর ঢাকায় এসে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন।

শোবিজ ক্যারিয়ারে রিচি সোলায়মান এরই মধ্যে দুই দশক পূর্ণ করেছেন। লম্বা এই পথচলায় তিনি অভিনয় করেছেন দেড় শতাধিক নাটকে। এছাড়া ৪০টির বেশি ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন রিচি।

টেলিভিশনের ব্যস্ততার ফাঁকে রিচি নাম লেখান সিনেমায়। ‘নীরব প্রেম’ নামে একটি সিনেমায় কাজ করেন তিনি। তবে এটি আর মুক্তির আলো দেখেনি।

২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি রিচি সোলায়মান বিয়ে করেন। তার বর রাসেকুর রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। দীর্ঘ দিন ধরে রিচি যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। তবে মাঝে মাঝে দেশে ফেরেন এবং কিছু কাজও করেন।

বছর দুয়েক আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, সিনেমা প্রযোজনা করবেন। ভালো মানের সেসব সিনেমার মাধ্যমে তিনি দেশের চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রত্যাশাও জানান। অবশ্য এখনো পর্যন্ত সেই বিষয়ে তেমন অগ্রগতি দেখা যায়নি।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন