বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ , ২৩ রজব ১৪৪৬

বিনোদন

জামিন পেয়ে যা বললেন আল্লু অর্জুন

নিউজজি ডেস্ক  ডিসেম্বর ১৪, ২০২৪, ১৭:২৫:১৪

56
  • ছবি: সংগ্রহ

ঢাকা :  হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় নিম্ন আদালত কর্তৃক ১৪ দিনের হেফাজতে পাঠানোর পর দক্ষিণী তারকা আল্লু অর্জুন তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান। তবুও গেল রাত হায়দরাবাদ সেন্ট্রাল জেলে কাঁটাতে হয়েছেন এই সুপারস্টারকে।

আর এই ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন অভিনেতার আইনজীবী অশোক রেড্ডি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ১৩ ডিসেম্বর জামিন পাওয়ার পরও অভিনেতাকে পুরো রাত জেলে রাখার বিষয়টিও বাড়াবাড়ি। এটি অবৈধ আটক ছাড়া আর কিছুই নয়।

হাইকোর্টের আদেশ না মানার জন্য প্রকাশ্যে জেল কর্তৃপক্ষের সমালোচনা করে সংবাদমাধ্যমে অশোক রেড্ডি বলেন, সরকার এবং বিভাগকে প্রশ্ন করা উচিত যে তারা কেন অভিযুক্তকে মুক্তি দেয়নি। হাইকোর্টের আদেশটি খুবই সুনির্দিষ্ট। আইন অনুযায়ী, কারাগার কর্তৃপক্ষ আদেশ পেলেই অবিলম্বে অভিযুক্তদের ছেড়ে দেবে। আল্লু অর্জুনের ক্ষেত্রে সেটা হয়নি, এর জবাব দিতে হবে। আমরা আইনি পদক্ষেপ নেব।

জানা গেছে, রিপোর্ট অনুযায়ী, জামিনের কাগজপত্র আপলোড করতে দেরি হওয়ার কারণেই আল্লু অর্জুন শুক্রবার রাত জেলে কাটাতে বাধ্য হন।

আজ শনিবার ভোরে খবর পাওয়া যায় যে, সকাল ৭-৮ টার মধ্যে চাঞ্চলগুডা কেন্দ্রীয় কারাগার থেকে অভিনেতা মুক্তি পাবেন। এরপরই তার বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়। আল্লু বাড়ি ফিরে সংবাদমাধ্যমের কথা বলেন। হাত জোড় করে ক্ষমা চান তিনি। সেই সঙ্গে এও জানালেন, সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর রাতে যে ঘটনা ঘটেছিল, তাতে তার হাত ছিল না।

অভিনেতা আরও বলেন, আমি ভালো আছি। চিন্তার কোনও কারণ নেই। সকলকে অনেক ধন্যবাদ। আমি একজন নাগরিক, আইন মেনে চলি। আইনকে সম্মান করি। আইনি প্রক্রিয়ায় আমি সহযোগিতা করব। তার জন্য যা করতে হবে করব।

 

 

নিউজজি/জাহো

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন