বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ , ২৩ রজব ১৪৪৬

বিনোদন

বাউল জগতের এক অনন্য নক্ষত্র শফি মণ্ডল

নিউজজি প্রতিবেদক  ডিসেম্বর ১৩, ২০২৪, ১২:২৩:৪৩

67
  • ছবি : সংগৃহীত

বর্তমান বাউল জগতের এক অনন্য নক্ষত্র শফি মণ্ডল। যিনি আজ দেশে বিদেশে অর্জন করেছেন ব্যাপক খ্যাতি, সম্মান, পেয়েছেন নানা পুরষ্কার। ১৯৫২ সালের ১৩ ডিসেম্বর কুষ্টিয়া জেলার প্রতান্ত অঞ্চল দৌলতপুর থানার ঝিলিকনগর গ্রামে, মৌলভী মোহাম্মদ আহাদ আলী ও গৌরভী মণ্ডলের ঘর আলো করে জন্ম গ্রহণ করেন তিনি।

শফি মণ্ডলের শুরুটা শাস্ত্রীয় ও নজরুল সংগীত দিয়ে হলেও প্রায় ৩০ বছর ধরে লালনের গান তথা বাউল গানের সাধনা ও প্রচার করে যাচ্ছেন প্রতিনিয়ত। মামাতো ভাই সাবদার হোসেনের কাছেই সংগীতে প্রাথমিক পাঠ। ১৯৭৮ সালের দিকে উচ্চাঙ্গ সংগীতে তালিম নিতে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর যান। সেখানে গুরু শ্রী সাধন মুখার্জীর কাছ থেকে শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছেন চার বছর। ১৯৮৩ সাল থেকে পুরোদমে বাউল গানে মনোনিবেশ করেন। ১৯৯৮ সালে ‘লালনের দেশে’ শিরোনামে একটি লালন সঙ্গীতের ক্যাসেট বেরিয়েছিলো। ‘ভাবনগর’ নামের একটি সংগঠনের মাধ্যমে আগ্রহীদের বাউল গান শিখিয়ে থাকেন।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন