বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ , ২৩ রজব ১৪৪৬

বিনোদন

অস্কার বিজয়ী হলিউড অভিনেতা জেমি ফক্স

নিউজজি ডেস্ক  ডিসেম্বর ১৩, ২০২৪, ১১:৫৪:৩৪

40
  • ছবি : সংগৃহীত

ঢাকা: জেমি ফক্স (জন্ম: ১৩ ডিসেম্বর, ১৯৬৭) একজন মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, গায়ক, গীতিকার এবং প্রযোজক। তিনি ২০০৪ সালে জীবনীমূলক রে চলচ্চিত্রে রে চার্লস ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার, বাফটা পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।

একই বছর তিনি অপরাধধর্মী কোল্যাটেরাল চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৭ সালে তিনি ফক্স ব্রডকাস্টিং কোম্পানির গেম শো বিট শাজাম অনুষ্ঠানের উপস্থাপক ও নির্বাহী প্রযোজকের দ্বায়িত্ব পালন করেন।

ফক্সের অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র ভূমিকা হল জারহেড (২০০৫) চলচ্চিত্রে স্টাফ সার্জেন্ট সাইকাস, ড্রিমগার্লস (২০০৬) এ রেকর্ড প্রযোজক কুর্টিস টেলর জুনিয়র, মায়ামি ভাইস (২০০৬) এ গোয়েন্দা রিকার্ডো টুবস, জ্যাঙ্গো আনচেইন্ড (২০১২) এ নাম ভূমিকা, দি অ্যামেজিং স্পাইডার-ম্যান ২ (২০১৪) এ সুপারভিলেন ইলেক্ট্রো, এবং বেবি ড্রাইভার (২০১৭) এ গ্যাংস্টার ব্যাট্‌স / তৃতীয় লিও জেফারসন। এছাড়া ১৯৯০-৯৪ সালে তিনি ইন লিভিং কালার স্কেচ কমেডি অনুষ্ঠানে প্রধান ভূমিকায় কাজ করে এবং তার নিজের উপস্থাপনায় টেলিভিশন অনুষ্ঠান দ্য জেমি ফক্স শো এ তিনি জেমি কিং জুনিয়র চরিত্রে কাজ করেন।

ফক্স একজন গ্র্যামি পুরস্কার বিজয়ী সঙ্গীতশিল্পী। তিনি চারটি অ্যালবাম প্রকাশ করেছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ২০০ তালিকায় সেরা দশে অবস্থান করেছিল। তার অ্যালবামগুলো হল আনপ্রেডিক্টেবল (২০০৫), ইনটুইশন (২০০৮), বেস্ট নাইট অব মাই লাইফ (২০১০) এবং হলিউড অ্যা স্টোরি অব অ্যা ডজন রোজেস (২০১৫)। আনপ্রডিক্টেবল বিলবোর্ড ২০০ তালিকার শীর্ষে ছিল।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন