রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩১ অগ্রহায়ণ ১৪৩১ , ১৩ জুমাদাউস সানি ১৪৪৬

বিনোদন

সারাজীবন একে অপরকে ধরে রাখার মতো ভালো আর কিছু নেই

নিউজজি ডেস্ক  নভেম্বর ২৮, ২০২৪, ১৯:৫৩:৪২

62
  • ছবি: সংগ্রহ

ঢাকা : বিনোদন জগতের দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ ও বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি আবারও বিয়ে করলেন। এ জুটি প্রথমে মন্দিরে গিয়ে বিয়ে করেন। এরপর রাজকীয়ভাবে দ্বিতীয়বারের মতো বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করলেন এ  অভিনেতা-অভিনেত্রী।

সেই বিয়ের সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন তারা। যদিও এর আগে সাদামাটা সাজে বিয়ে সেরেছিলেন অদিতি-সিদ্ধার্থ। তবে এবার তাদের বর-বধূবেশে দেখা মিলল।

এর আগে মন্দিরে দক্ষিণী রীতি মেনে বিয়ে করেছিলেন অদিতি। সেই বিয়েতে দক্ষিণী রীতি মেনেই সাদা রঙের পাঞ্জাবি ও সোনালি পাড়ের ধুতি পরেছিলেন সিদ্ধার্থ। অন্যদিকে অদিতির পরনে ছিল সোনালি পাড়ের তসর রঙা লেহেঙ্গা।

রাজস্থানের বিষাণগড়ের আলিলা ফোর্টে অদিতি ও সিদ্ধার্থের বিয়ের আয়োজন করা হয়েছিল। দম্পতির চোখ ধাঁধানো ছবি সামনে আসতেই ভালোবাসায় ভরিয়েছেন ভক্ত-অনুরাগীরা। আবেগপ্রবণ হয়ে অভিনেত্রী লিখেছেন— সারাজীবনের জন্য একে অপরকে ধরে রাখার মতো ভালো আর কিছু নেই।

বিয়ের পোশাকের জন্য বলিউডের পথে হেঁটেই সব্যসাচীর ডিজাইনার লেহেঙ্গাকে বেছে নিয়েছেন 'পদ্মাবত'র অভিনেত্রী। দ্বিতীয়বারের বিয়েতে অদিতি পরেছেন লাল রঙের ফুল হাতা লেহেঙ্গা, আর টেনে বিনুনি করে বাঁধেন চুল।

অভিনেত্রীর নাকে বড় টানা নথ আর গলায় ও কানে ছিল ভারি জড়োয়ার গহনা। অন্যদিকে সিদ্ধার্থের পরনে ছিল মুক্তারঙা শেরওয়ানি, আর সঙ্গে মানানসই গহনা।

দ্বিতীয় বিয়ের জন্য অদিতি বেছে নিয়েছেন তথাকথিত লাল রঙ। একেবারে রাজকীয় বিয়ের সাজে একে অপরের সঙ্গে ফটোশুট সারেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

নিউজজি/জাহো

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন