রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩১ অগ্রহায়ণ ১৪৩১ , ১৩ জুমাদাউস সানি ১৪৪৬

বিনোদন

হুমাইরা হিমুর আদ্যোপান্ত

নিউজজি ডেস্ক  নভেম্বর ২, ২০২৪, ১২:৪৯:৪২

251
  • সংগৃহীত

ছোট ও বড় পর্দার অভিনেত্রী হুমাইরা হিমু। এক সময়ের ছোট পর্দার নিয়মিত এই মুখ দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত ছিলেন। তাকে কালেভাদ্রে নাটকে দেখা যেত। মাঝে অনেকটা হারিয়ে গিয়েছিলেন তিনি।

পরবর্তীতে কাজে ফিরলেও সেভাবে নিয়মিত পাওয়া যায়নি। ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন।

২০০৫ সালে হিমু টেলিভিশন মিডিয়াতে এবং নাটকে যুক্ত হন মো. জামাল উদ্দিনের নাগরিক নাট্যাঙ্গন অনস্যাম্বলে। ২০০৬-এ হুমাইরা হিমুর প্রথম নাটক ‘ছায়াবীথি’ প্রচারিত হয়। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামের একটি সিরিয়াল নাটকেও অভিনয় করেন। এরপরে তিনি ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’ সহ অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করতে থাকেন। আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

তার প্রথম সিনেমা ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছিলেন। এরপরও চলচ্চিত্রে নিয়মিত দেখা যায়নি তাকে।

৩৮ বছর বয়সী এই অভিনেত্রী ছিলেন অবিবাহিত। ২০২১ সালে তিনি জানিয়েছিলেন বিয়ে নিয়ে ভাবছেন, পরিবারও তার জন‌্য পাত্রের সন্ধান করছেন। তবে হঠাৎ করেই বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে খবর, অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। তবে কিভাবে মারা গেছেন তা নিশ্চিত নয়। অভিনেত্রীর মৃত্যুতে তারকারাদের শোক বার্তায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া।

হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন