রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ , ১ জুমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হনুমানদের দায়িত্ব নিলেন অক্ষয়

নিউজজি ডেস্ক  অক্টোবর ৩০, ২০২৪, ১৬:৪৭:০৪

42
  • ছবি: সংগ্রহ

ঢাকা :  দীর্ঘদিন ধরেই ফ্লপের মুখে আছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বক্স অফিস দাপানো এক সময়ের অভিনেতা এখন ফ্লপ তকমায় চর্চায় থাকেন। এই তকমা ঢাকতে অবশ্য কম চেষ্টা করেননি তিনি। তবে এবার করলেন ভিন্ন এক কাজ। যা শুনে রীতিমত অবাক না হয়ে উপায় নেই।

এর আগে বিভিন্ন সময় কখনো মন্দির, কখনো দরগায় অর্থ প্রদান করেছেন অক্ষয় কুমার। কিন্তু এবার অযোধ্যার হনুমানদের খাবারের দায়িত্ব নিয়েছেন তিনি। দীপাবলীর আগে এক কোটি অর্থ দিয়েছেন এই খিলাড়ি।

 ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী রামের জন্মস্থান অযোধ্যায় দীপাবলি উপলক্ষে এখন বিশেষ প্রস্ততি চলছে। প্রদীপের আলোয় আলোকিত হতে যাচ্ছে রাম মন্দির। এর মধ্যেই শিরোনামে উঠে এলেন অক্ষয় কুমার। ভারতীয় সংস্কৃতি ও প্রাণীদের সুরক্ষা এবং ধর্মীয় রীতি রক্ষায় এ ধরনের পদক্ষেপ নিয়েছেন তিনি।

অঞ্জনা সেবা ট্রাস্টের পক্ষ থেকে হনুমানদের খাওয়ানোর এই বিশেষ উদ্যোগ নেয়া হয়েছিল। ট্রাস্ট্রের প্রধান জগৎগুরু স্বামী রাঘবাচার্য জি মহারাজ এ কাজে অংশ নেয়ার জন্য বলেন বলিউড তারকাকে।

ট্রাস্টের এক সদস্য এ ব্যাপারে বলেছেন, অক্ষয় কুমার তার বাবা-মা হরিওম ভাটিয়া এবং অরুণা ভাটিয়া এবং শ্বশুর রাজেশ খান্নার নামে প্রায়ই বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা করেন। তিনি শুধু উদারভাবে দানই করেন না। ভারতের একজন সচেতন নাগরিকও। হনুমানদের খাওয়ানোর সময় কোনো নাগরিকের যেন সমস্যা না হয় এবং পরে অযোধ্যার রাস্তায় যেন কোনো ময়লা-আবর্জনা না থাকে, সেদিকেও নজর রাখতে বলেছেন এ তারকা।

প্রসঙ্গত, শিগগিরই ‘সিংহাম এগেইন’ সিনেমায় দেখা যাবে অক্ষয় কুমারকে। এতে ‘সূর্যবংশী’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগন, রণবীর সিং, দীপিকা পাডুকোন, অর্জুন কাপুর, টাইগার শ্রফ ও কারিনা কাপুর।

 

 

নিউজজি /জাহো

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন