রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ , ৪ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বন্দিদশা থেকে মুক্তি পেলেন শিল্পীরা

নিউজজি ডেস্ক  আগস্ট ৬, ২০২৪, ১৭:১৬:৫৯

116
  • ছবি : সংগৃহীত

দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি পায় বহু প্রত্যাশিত বিজয়। এই বিজয়ের মধ্য দিয়ে পূর্ববঙ্গের আপামর জনতা পৃথিবীর মানচিত্রে জন্ম দেয় বাংলাদেশ নামে নতুন এক রাষ্ট্রের। তবে ৫২ পর সাম্প্রতিক সময়ের এমন বাংলাদেশ কেউ কখনও আর দেখেনি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অন্য সবার মতো উৎকণ্ঠায় রাত-দিন পার করেছেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরাও।

জনজীবনে ছিল না স্বস্তি। যেসব তারকা মাঠ পর্যায়ের রাজনীতিতে জড়িত ছিলেন তারা নির্যাতনের পাশাপাশি বিভিন্ন ভাবে ছিলেন কোণঠাসা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে নতুন দিনের সূচনা। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন। গোটা দেশ এখন বিজয়ের উল্লাসে মেতেছে। বিজয় মিছিল থেকে আনন্দ ভাগাভাগি করেছেন বাংলা গানের কালজয়ী সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, বাংলা গানের যুবরাজ আসিফ আকবর, মনির খান ও তৌসিফ আহমেদ।

বন্দিদশা থেকে মুক্ত হলাম: কনকচাঁপা

এই মূহূর্তে সমস্ত বাংলাদেশের মানুষের যেমন অনুভূতি আমার তার চেয়ে কম না। সত্যিকার অর্থে ৬টি বছর ব্যক্তিগতভাবে বন্দি ছিলাম। অধিকাংশ মানুষই বন্দি ছিল। কোথাও একটি কথা বলতে পারিনি। সহমত জানানোর জন্য কারো পাশে দাঁড়াতে পারিনি। এমনকি নিজ গ্রামে যেতে পারিনি। রেডিও-টেলিভিশনে আমার গান বাজানো বন্ধ ছিল। রেডিওতে আমার গান বাজানোর জন্য ২জনের চাকরি চলে গিয়েছিল। কত যে নির্ঘুম রাত পার করেছি আর চোখের পানি ফেলেছি তা বোঝানো যাবে না। কিন্তু আমার চাওয়া পাওয়া সমস্ত নালিশ ছিল আল্লাহর কাছে। অবশেষে দেশে শান্তির দেখা। দেশের উপর আল্লাহর শান্তি বর্ষিত হয়েছে।

আমার অনুভূতি অনেক মিশ্র। আমাদের এত বড় এক আনন্দ আবু সাঈদ, মুগ্ধ সহ নাম না জানা যারা নিহত হয়েছেন তারা দেখে যেতে পারল না। আবার ওদের আত্মাহুতির জন্যই এই বিজয় সম্ভব হয়েছে। ওরা ছিল পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড খোলাতেই এই বিজয়টা এল। সকল শহীদদের আত্নার মাহফেরাত কামনা করি। যারা মারা গেছেন আল্লাহ নিশ্চয়ই তাদের বেহেস্তে রাখবেন। আমার ভরসা যুব সম্প্রদায়ের উপর। তারা দেখিয়েছে চাইলে অনেক কিছুই সম্ভব। এই বিজয়ের কথা বলতে গিয়ে রীতিমতো আমি কাঁপছি। আজকের অনুভূতি একেবারে অন্যরকম। আমি মুক্তিযুদ্ধ দেখিনি তবে ২৪ এর বিজয় দেখেছি।

শান্তির এক বাংলাদেশ চাই। না খেয়েও যাতে মানুষ মন খুলে হাসতে পারে। সেই নির্মল শান্তির হাসি ফিরে আনতে যে, কাজ করবেন তার শক্ত হাতে হাল ধরতে হবে। আওয়ামী লীগকে নিষ্ক্রিয় নয়, সংশোধনের সুযোগ দিতে হবে। তাদের বুঝতে দিতে হবে সহিংসতা করে কিছু সম্ভব না। সহিংসতা করলে তার ফলাফল ভালো হয় না। তারা আমাদের দেশেরই মানুষ। তারা অনেক বড় দল, দেশের অনেক বড় জনশক্তি। বাতিল নয়, সুযোগ দিতে হবে। বিচারহীনতার দেশে বিচার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। আমাদের সোনা এবং হীরার খনি নেই। কিন্তু আমাদের জনশক্তিই সবচেয়ে বড়। দেশের হারানো সম্মান ফিরিয়ে আনতে হবে।

বন্দি খাঁচা থেকে আজ মুক্ত: মনির খান

আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। এই অনুভূতি প্রকাশের ভাষা নেই। বন্দি খাঁচা থেকে আজ মুক্ত হলাম। এত বছর সারা বাংলাদেশের মানুষ খাঁচায় বন্দি ছিল। স্বৈরাচারী হাসিনার পতনের মধ্যে দিয়ে দেশ আজ স্বাধীন ও মুক্ত। বাংলাদেশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভবিষ্যত, গণতন্ত্র, সার্বভৌমত্ব, দেশের মান এবং মানচিত্র রক্ষার ক্ষেত্রে আগামী দিনে নতুন সূর্য উঠবে। সেই সূর্য দেখার অপেক্ষায়। এবং সুস্থ ভাবে দেশ পরিচালনার জন্য যারা দেশের দায়িত্ব নেবেন তাদের জন্য দোয়া রইল। আমাদের দেশের অহংকার ড. ইউনূস ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাহউদ্দিন আহমেদ সহ আগামীর সরকার হিসেবে অনেকের নামই আলোচনায়। প্রতিটি মানুষ যাতে স্বস্তির নিঃশ্বাস রাখতে পারে এমন মানুষের হাতেই দেশ দিতে হবে। সবাই যাতে ভালো থাকে তেমন মানুষই চাই।’

৫২-৯০ এর হাত ধরে ২৪ এর বিজয়: আসিফ আকবর

৫২, ৯০ এর হাত ধরে ২৪-এর বিজয়। ছাত্ররা যখন কষ্ট পেয়ে রেগে যায় তখন পরিবর্তন আসে। যে সকল ছাত্র ও সাধারণ মানুষ শহীদ হয়েছে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করি। ভবিষ্যতে এমন কিছু দেশে আর চাই না। প্রত্যাশা রাখি দেশ একটা সুন্দর পথে এগিয়ে যাবে। দলীয় রাজনৈতিক ব্যক্তির ভিত্তিতে দেশ চলবে না। বাংলাদেশ যাতে আগামীতে পৃথিবীর উন্নতি দেশ হয়। আর হিংসা হানাহানি চাই না। সবাই মিলে দেশ গড়তে হবে। বাংলাদেশে আর সংঘাতের রাজনীতি চাই না। জাপান-আমেরিকার মতো নতুন বাংলাদেশ গড়তে হবে। জামায়াত ও আওয়ামী লীগ সব বাদ, নতুন কিছু চিন্তা করতে হবে।

আজ আমরা স্বাধীন: তৌসিফ আহমেদ

এই অনুভূতি প্রকাশের ভাষা নেই। কপালে লাল পতাকা বেঁধে আমার আট বছরের বাচ্চাও রাজপথে আন্দোলনে অংশ নিয়েছিল। তখনও জানতাম না এমন বিজয় আসবে। এই মুক্তির স্বাদ বোঝানে যাবে না। আজ থেকে আমরা মুক্ত-স্বাধীন।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন