শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ , ১৭ জিলহজ ১৪৪৬

বিনোদন

টিভিতে ‘‌শাবনূর সপ্তাহ’

নিউজজি প্রতিবেদক  আগস্ট ১, ২০২৪, ১৯:৪৮:১৪

129
  • ছবি: সংগ্রহ

ঢালিউড সিনেমার নন্দিত নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে তিনি। অস্ট্রেলিয়া প্রবাসী এই অভিনেত্রী একসময় নিজের সাবলীল অভিনয় দক্ষতায় মনে দাগ কেটেছেন অসংখ্য দর্শকের। শাবনূর দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে থাকলেও এখনো কমেনি তার কদর। প্রিয় নায়িকাকে পর্দায় দেখতে এখনো মুখিয়ে থাকেন ভক্তরা। মাঝে মধ্যেই পুরনো সিনেমায় টেলিভিশনের পর্দায় দেখা মেলে তার।

শাবনূর ভক্তদের জন্য সুখবর হচ্ছে—টেলিভিশনের পর্দায় শুরু হচ্ছে ‘‌শাবনূর সপ্তাহ’। বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভিতে আসছে ৩ আগস্ট থেকে ৯ আগস্ট প্রতিদিন দুপুর ২টায় থাকছে শাবনূর অভিনীত সাতটি বাংলা সিনেমা। শনিবার (০৩ আগস্ট) থাকছে আরিফ মাহমুদের পরিচালনায় বাংলা সিনেমা ‘খেয়া ঘাটের মাঝি’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস, ববিতা প্রমুখ। রোববার (০৪ আগস্ট) থাকছে ওয়াকিল আহমেদের পরিচালনায় ‘ভুলো না আমায়’। এতে অভিনয় করেছেন শাবনূর, বাপ্পি, আমিত হাসানসহ অনেকে।

সোমবার (০৫ আগস্ট) থাকছে এফ আই মানিকের পরিচালনায় ‘দুই বধূ এক স্বামী’। এতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, মৌসুমী। মঙ্গলবার (০৬ আগস্ট) এফ আই মানিকের পরিচালনায় ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, পূর্ণিমা। বুধবার (৭ আগস্ট) থাকছে আবিদ হাসান বাদলের পরিচালনায় ‘তুমি শুধু তুমি’। এতে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, অমিত হাসান।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) থাকছে নারগিস আক্তারের পরিচালনায় ‘চার সতীনের ঘর’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, দিতি, শাবনূর, ময়ূরীসহ অনেকে। সপ্তাহের শেষ সিনেমা হিসেবে শুক্রবার (০৯ আগস্ট) থাকছে শাহ মো. সংগ্রমের পরিচালনায় ‘বলবো কথা বাসর ঘরে’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, শাকিব খান, সাহারা, ওমর সানী।

নিউজজি/রুআ//জাহো

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন