বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ , ১৪ মুহররম ১৪৪৭

বিনোদন

আন্দোলনকারীদের কটাক্ষ করে সমালোচনায় শিরিন শিলা

নিউজজি ডেস্ক  জুলাই ১৮, ২০২৪, ১৮:৪৭:২৬

209
  • আন্দোলনকারীদের কটাক্ষ করে সমালোচনায় শিরিন শিলা

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপ্রথা সংস্কারের দাবিতে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় গত ১৫ জুলাই রাজধানী ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। একইসঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধে গুলি চালায় পুলিশ।

ছাত্রলীগ-পুলিশের হামলা ও গুলিতে কয়েকজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক শতাধিক শিক্ষার্থী। চলমান এই ইস্যু নিয়ে গোটা দেশ যখন উত্তাল, তখন সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলছেন শোবিজের তারকাশিল্পীরা।

এদিকে, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাদের পাশে না দাঁড়িয়ে কটাক্ষ করে সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা শিরিন শিলা। বৃস্পতিবার (১৮ জুলাই) দুপুর পৌনে একটায় ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘কিসের এত আন্দোলন ভাই? সুখে থাকতে ভূতে কিলায়?’

শিরিন শিলার এই স্ট্যাটাস মোটেও ভালোভাবে নেননি নেটিজেনরা। মন্তব্যের ঘরে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করছেন তারা। সেখানে মাহফুজুর রহমান নামে একজন লিখেছেন, ‘মাথা ঠিক আছে?’ এর জবাবে অভিনেত্রী লিখেছেন, ‘আন্দোলন করে নিজের জীবন হারানোর কোনো মানে হয় না। সবার একটা সুন্দর ভবিষ্যৎ আছে। নিজের পরিবারের কথা ভাবা উচিত।’

এদিকে, ফেসবুকে এই স্ট্যাটাস দেয়ার পর নেটিজেনদের তোপের মুখে পড়ে বিকেল চারটার দিকে স্ট্যাটাসে সংযোজন আনেন শিরিন শিলা। তিনি লেখেন, ‘কিসের এত আন্দোলন ভাই, সুখে থাকতে ভূতে কিলায়―আমি কেনো এটা লিখলাম? কারণ, ছাত্রদের আন্দোলন এখন গণপিটুনি, অত্যাচার, মৃত্যু ও তাদের জীবন এখন হুমকিতে পরিণত হয়েছে। শুরুতে আন্দোলন স্বাভাবিক থাকলেও এখন বিষয়টা উল্টো ছাত্রদের ওপর অমানবিক অত্যাচার করা হচ্ছে।’

শিরিন শিলা লেখেন, ‘ভাই, ছাত্ররা আগামীর ভবিষ্যৎ। ওদের জীবনের মূল্য অনেক। আন্দোলনের জন্য নিজের জীবন নষ্ট করার কোনো মানে নাই। পরিবারের কথা ভাবা উচিত। আন্দোলনকে এখন শুধু ব্যবহার করা হচ্ছে রাজনীতি ষড়যন্ত্রের স্বার্থে। আর ছাত্ররা মার খাচ্ছে, জীবন বিসর্জন দিচ্ছে। ছাত্র আন্দোলন এখন রাজনীতি ষড়যন্ত্রের মুখে। ছাত্রদের শুধু ব্যবহার করা হচ্ছে। সুতরং মার না খেয়ে ধৈর্য ধরে আন্দোলনের দাবি আদায় করতে হবে। জয় হোক ছাত্রদের দাবির।’

নিউজজি/রুআ/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন