শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ , ১৭ জিলহজ ১৪৪৬

বিনোদন

কোটা আন্দোলন নিয়ে যা বললেন স্বস্তিকা

নিউজজি ডেস্ক  জুলাই ১৮, ২০২৪, ১৭:২৭:০০

249
  • স্বস্তিকা

কোটা আন্দোলনের খবর চলে গেছে ওপারেও। এরই মধ্যে পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গনের কয়েকজন তারকা এ নিয়ে সরব হয়েছেন সামাজিক মাধ্যমে। টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও এ আন্দোলন নিয়ে লিখেছেন সামাজিক মাধ্যমে।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে স্বস্তিকা লেখেন, প্রায় এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না। আর আমি খুব একটা ফোনের পোকা নই তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো।

এরপর লেখেন, এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম, খুব ইচ্ছা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাওয়ার। চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয় না, মাও খুব যেতে চাইতেন বাংলাদেশ। নিয়ে যাওয়া হয়নি। কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছগুলোও কেমন এক রকম। এক রকম আকাশের মেঘগুলোও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ।

কয়েকটি লাইন তুলে দিয়েছেন স্বস্তিকা, ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়, দিগন্তের দিকে মিলিয়ে যায় রুটমার্চ, তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া? নিচু হয়ে বসে হাতে তুলে নিই, তোমার ছিন্ন শির, তিমির।

চলমান এ ইস্যু নিয়ে স্বস্তিকা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন টলিউডের কয়েকজন। এর মধ্যে আছেন কবীর সুমন, দর্শনা বণিক প্রমুখ।

নিউজজি/রুআ/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন