বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ , ১৪ মুহররম ১৪৪৭

বিনোদন

বিশ্বব্যাপী সেরা ১০০ গানের তালিকায় ‘লাগে উরা ধুরা’

নিউজজি ডেস্ক  জুলাই ১৪, ২০২৪, ১২:৪১:০৭

361
  • ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার গানের আরও এক নতুন মাইলস্টোন দেখা গেল। চিত্রতারকা শাকিব খান এর আগে তার ‘প্রিয়তমা’ এবং ‘ঈদ মোবারক’ গান দিয়ে প্রথম বাংলাদেশি সিনেমার গান হিসেবে গ্লোবাল ট্রেন্ডিং-এর টপ ১০০-তে এনেছিলেন। এবার তার অভিনীত ‘লাগে উরাধুরা’ গানট পৃথিবীময় ট্রেন্ডিং-এ থাকা ১০০ গানের মধ্যে ৪ নাম্বারে এলো!

আরও পরিস্কার করে বলা যায়, ইউটিউবে বিশ্বব্যাপী সেরা ১০০ গানের তালিকার প্রথম ৪-এ শাকিব খানের দুই বাংলা মাতানো ‘লাগে উরা ধুরা’ গানটি।

সিনেমা প্রেমীরা বলছেন, রায়হান রাফি পরিচালিত ‘তুফান’-এর ‘লাগে উরা ধুরা’ গানের এই সাফল্য বাংলা সঙ্গীতের কাছে নিঃসন্দেহে গর্বের! মাত্র দুই মাসে এমন সাফল্যে অভূর্তপূর্ব।

সোশ্যাল মিডিয়াতে, ‘লাগে উরা ধুরা’ গানে রিলস তৈরি হয়েছে প্রায় ছয় লাখ। দুটি ইউটিউব মিলিয়ে গানটি ভিউ ছাড়িয়ে ১০০ মিলিয়ন। এই গানের সাফল্যের নেপথ্যে রয়েছেন প্রীতম হাসান ও অন্তরা রায় চৌধুরী। তারা এ গানে কণ্ঠ দিয়েছেন।

গানটির কথা লেখেন রাসেল মাহমুদ, শরিফ উদ্দিন এবং মিউজিক করেন প্রীতম ও রাজ্জাক দেওয়ান। শাকিবের সঙ্গে গানটিতে পারফর্ম করেছেন মিমি চক্রবর্তী।

গেল ঈদে মুক্তি পায় আলফা আই প্রযোজিত ‘তুফান’। শাকিব-মিমি ছাড়াও এতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, নাবিলা, গাজী রাকায়েত প্রমুখ। মুক্তির পশ্চম সপ্তাহেও সিনেমাটি দেশের ৭৯টি প্রেক্ষাগৃহের পাশাপাশি পৃথিবীর ১৭টি দেশে চলছে। ইতোমধ্যে ‘তুফান’কে অলটাইম ব্লকবাস্টার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন