সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

বিনোদন

টিম অ্যালেনের জন্মদিন আজ

নিউজজি ডেস্ক  জুন ১৩, ২০২৪, ০১:১২:০২

125
  • টিম অ্যালেনের জন্মদিন আজ

জনপ্রিয় মার্কিন অভিনেতা টিম অ্যালেনের জন্মদিন আজ। তিনি ১৯৫৩ সালের ১৩ জুন জন্মগ্রহণ করেছিলেন। টিম অ্যালেন মূলত কৌতুক অভিনেতা। তবে তিনি চরিত্রভিত্তিক অভিনয়ের জন্যও পরিচিতি পেয়েছেন। যা তাকে পশ্চিমা বিনোদন জগতে একটি শক্ত অবস্থান করে দিয়েছে।

একজন কমেডিয়ান হিসেবে ১৯৭৫ সালে ক্যারিয়ার শুরু করেন টিম অ্যালেন। তখন তাকে স্থানীয় ক্যাবল টিভি চ্যানেলগুলোতে দেখা যেতো। এরপর ধীরে ধীরে তিনি নিজেকে অভিনয় জগতে প্রতিষ্ঠিত করেন।

টিম অ্যালেন অভিনীত কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- এবিসি চ্যানেলের সিটকম হম ইমপ্রোভমেন্ট। এখানে তিনি দ্য টুলম্যান টেলরের ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন। সেই সঙ্গে একটি প্রাইমটাইম এমি পুরস্কারের (১৯৯৪) মনোনয়ন লাভ করেন এবং তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন থেকে একটি পুরস্কার অর্জন করেন।

এছাড়া ১৯৯০-এর দশকে টিম অ্যালেন টয় স্টোরি চলচ্চিত্র ধারাবাহিকে বাজ লাইটইয়ার চরিত্রে জন্য কণ্ঠ দিয়ে এবং দ্য সান্তা ক্লজ চলচ্চিত্র ত্রয়ীতে (১৯৯৪-২০০৬) স্কট ক্যালভিন ও সান্তা ক্লজ চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন।

টিম অ্যালেন অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হচ্ছে- ফর রিচার অর পুয়রার (১৯৯৭), জাঙ্গল টু জাঙ্গল (১৯৯৭), গ্যালাক্সি কোয়েস্ট (১৯৯৯), বিগ ট্রাবল (২০০২), ক্রিসমাস উইথ দ্য ক্র্যাঙ্কস (২০০৪), দ্য শ্যাগি ডগ (২০০৬), ওয়াইল্ড হগস্‌ (২০০৭), রেডবেল্ট (২০০৮), ও ক্রেজি অন দ্য আউটসাইড (২০১০)।

১৯৮৪ সালে লরা ডেইবেলকে বিয়ে করেন টিম অ্যালেন। এই সংসারটি টিকে ছিল ১৯৯৯ সাল পর্যন্ত। এরপর অ্যালেন বিয়ে করেন অভিনেত্রী জেনি হাজডুককে। দুই সংসারে টিম অ্যালেনের দুটি সন্তান রয়েছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন