মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১ জুমাদাউস সানি ১৪৪৬

বিনোদন

সাজিদের কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

নিউজজি প্রতিবেদক  এপ্রিল ১৫, ২০২৪, ১৬:৫৪:১২

732
  • ছবি: সংগৃহীত

নব্বই দশকের শেষের দিকে এন্ড্রু কিশোর ও কনক চাপার গাওয়া চলচ্চিত্রের চিরচেনা ‘তোমায় দেখলে মনে হয়’ গানটি নতুন সঙ্গীত আয়োজনে গেয়েছেন তরুণ প্রজন্মের সঙ্গীতশিল্পী সাজিদ মোহাম্মদ। গানটিতে তার সহশিল্পী হিসেবে গেয়েছেন অন্তরা দাস।

নতুন রূপে গানটির সঙ্গীতায়োজন করেন সঙ্গীত পরিচালক রাফি মোহাম্মদ। মিউজিক ভিডিও সহ গানটি প্রকাশ পেয়েছে সাজিদ মোহাম্মদ ইউটিউব চ্যানেল থেকে। যেখানে সাজিদের বিপরীতে অভিনয় করেছেন অথৈ।

সঙ্গীতশিল্পী সাজিদ মোহাম্মদ বলেন, নিজের মৌলিক গানের পাশাপাশি এর আগেও কয়েকটি পুরনো গান কভার করেছিলাম। গানগুলোতে দর্শকদের ভালো সাড়া পেয়ে এবারও পুরনো একটি গান নতুন করে গাইলাম। তবে খুব শিগগিরিই দ্বৈত কণ্ঠে আরো কিছু মৌলিক গান প্রকাশিত হবে। আশা করি, নতুন কাজগুলো সবার ভালো লাগবে।

১৯৯৯ সালে প্রকাশিত স্বনামধন্য নির্মাতা মতিন রহমান পরিচালিত ‘বিয়ের ফুল’ চলচ্চিত্রে এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে গানটি প্রকাশিত হয়েছিল। গানটির কথা লিখেন প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন