রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ , ১ জুমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

২২ এপ্রিল পর্দায় আসছে প্রিয়াঙ্কার ‘টাইগার’

নিউজজি ডেস্ক  এপ্রিল ২, ২০২৪, ১৬:০৮:৫১

100
  • ২২ এপ্রিল পর্দায় আসছে প্রিয়াঙ্কার ‘টাইগার’

২০১৬ সালে ‘দ্য জঙ্গল বুক’ এ কণ্ঠ দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার ‘টাইগার’ নামে আরও একটি প্রজেক্টের ঘোষণা দিলেন এই অভিনেত্রী। মঙ্গলবার (২ এপ্রিল) নতুন এই প্রজেক্টের ঘোষণায় প্রিয়াঙ্কা জানান, এই গল্প বাঘিনীর জীবর বর্ণনা দেবে। অম্বর নামে এক তরুণী বাঘিনীর গল্প। আর এমন গল্পের জন্যই কণ্ঠ দেবেন দেশি গার্ল। 

ছবি প্রসঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘কোনো বিশেষ কিছুর সঙ্গে যুক্ত হওয়াটা সত্যিই দুর্দান্ত ব্যাপার। নিজেরই দেশে এক বন্যপ্রাণের গল্প বলতে পারাটা দারুণ অভিজ্ঞতার সঞ্চার- নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি সব সময়ই বাঘ খুব পছন্দ করি। বাঘিনীর সঙ্গে যেন আত্মিক যোগ অনুভব করি। আমি নিজের পরিবার নিয়ে অত্যন্ত সংবেদনশীল। অম্বরের যাত্রাটা এমনই যেকোন মা নিজের সঙ্গে যোগ করতে পারবে’।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘টাইগার এমন একটি গল্প যা বন্যকে বন্দী করে এবং এর মধ্যে যা ঘটে তার সবকিছু দেখিয়ে দেয়। প্রেম, দ্বন্দ্ব, ক্ষুধা, বেঁচে থাকা এবং আরও অনেক কিছুর গল্প’।

‘ভারতের ঘন জঙ্গলে যেখানে ছোট-বড় প্রাণী, ভীতু এবং স্বমহিমায় বিচরণ করে, সেখানে অম্বর আছে - এক কালজয়ী উত্তরাধিকারের বাঘ। এত ভালোবাসা দিয়ে সে তার শাবকদের যত্ন নেয়, সন্তানদের সঙ্গে তার দুর্দান্ত বন্ধন ফুটে ওঠে। এক সুন্দর পরিবারকে অনুসরণ করে ৮ বছরেরও বেশি সময় ধরে এই ছবির শ্যুটিং করা হয়েছে’।

‘এই অবিশ্বাস্য গল্পে আমার কণ্ঠ দিতে এবং এই ফিল্মের মাধ্যমে জঙ্গল অন্বেষণ করতে আমি খুব মজা পেয়েছি। আপনাদের সঙ্গে জঙ্গল উপভোগ করার অপেক্ষায় আছি! ২২ এপ্রিল পর্দায় আসছে ‘টাইগার’ ডিজনি প্লাস নেচার’। প্রায় ১০ দিনের শিডিউল নিয়ে ভারতে এসেছিলেন তিনি। একাধিক বিজ্ঞাপনের কাজ এবং ইভেন্টের কাজ নিয়েই নিজ দেশে এসেছিলেন দেশি গার্ল।  সূত্র: হিন্দুস্তান টাইমস।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন