রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ , ১০ শাবান ১৪৪৬

বিনোদন

শিল্পী বিশ্বাসের গানে প্রিয়া অনন্যা ও নিলয়

নিউজজি প্রতিবেদক  এপ্রিল ২, ২০২৪, ১৩:৪৭:০৬

342
  • শিল্পী বিশ্বাসের গানে প্রিয়া অনন্যা ও নিলয়

কণ্ঠশিল্পী হিসাবে নিজের প্রতিভার প্রমাণ অনেক আগেই দিয়েছেন শিল্পী বিশ্বাস। তার কণ্ঠে কয়েকটি গান শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। নিয়মিত গান করছেন এই গায়িকা। ঈদ উপলক্ষ্যে নিয়ে আসছেন নতুন গান-ভিডিও। শিরোনাম ‘দুষ্টু রাজকুমার’।

সালাউদ্দিন সাগরের কথায় পলক হাসান সুমনের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন আনিক সাহান। গানটিতে মডেল হয়েছেন কেএম শাহেদ নিলয় ও প্রিয়া অনন্যা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এম এইচ রিজভী। শিল্পী বিশ্বাস মিউজিক চ্যানেলে শিগগিরই গানটি প্রকাশ পাবে।

এ প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, কিছুদিন আগে আমার ‘রাগ কইরো না মনের মানুষ’ গানটি শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছিল। তারপর এই গানটি নিয়ে আসছি৷ আশা করছি, এটিও সবার পছন্দ হবে।

মডেল প্রিয়া অনন্যা বলেন, ভিন্ন ঘরানার একটি গান। মনোরম লোকেশনে ভিডিও চিত্রায়িত হয়েছে। আশা করছি, সবার পছন্দ হবে।

নির্মাতা রিজভী বলেন, এখনকার দর্শক গানের সঙ্গে দৃশ্য দেখতে চায়। তাই কথার সঙ্গে সুন্দর পরিবেশে গানটি নির্মিত হয়েছে। আশা করছি, সব শ্রেণির দর্শকের গান-ভিডিও পছন্দ হবে।

নিউজজি/রুআ/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন