বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

‘শতভাগ খুশি আপনি কাউকেই করতে পারবেন না’

মোহাইমেনুল নিয়ন  ফেব্রুয়ারী ২৩, ২০২৪, ১৪:৪৫:২৯

463
  • ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে ভিকি জাহেদের নতুন ওয়েব সিরিজ ‘আরারাত’। ওয়েব সিরিজটিতে রিফাত চরিত্রে অভিনয় করেছেন সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা শ্যামল মাওলা। সিরিজটিতে তার কাজের অভিজ্ঞতা ও অন্যন্য বিষয় নিয়ে নিউজজির সঙ্গে কথা বলেছেন এই অভিনেতা।

আরারাতে কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলুন—

আরারাত এ কাজ করার সময় আমরা বুঝতে পেরেছিলাম কাজটা ভালো হবে। কিছু কাজ থাকে আগেই থেকেই অনুমান করা যায়। তবে শুটিংয়ের একটা উল্লেখযোগ্য ঘটনা আমি শেয়ার করতে চাই। আমার চরিত্রটিতে কাজের অংশ হিসেবে আমাকে চোখে একাধিকবার অতিরিক্ত কিছু ব্যবহার করতে হয়েছিল, যার ফলশ্রুতিতে আমার চোখে ইনফেকশন দেখা দিয়েছিল, চোখে বেশ জ্বালাপোড়া হয়েছিল। আসলে এসব একজন পেশাদার অভিনেতার কাজেরই অংশ।

ভিকি জাহেদ বর্তমান সময়ের একজন জনপ্রিয় নির্মাতা। আপনি তার সাথে একাধিক কাজ করেছেন। তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন?

ভিকির সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ আমার ক্যাপ্টেন কী চায় বা আমি কী চাই দুইজনের বোঝাপড়া এমন একটি সুখকর অবস্থানে পৌছেছে যার কারণেই একাধিক প্রোজেক্টেই আমাদের একসঙ্গে দেখা যায়। আরেকটা বিষয় হচ্ছে ভিকি কথা বলার এবং কাজ করার স্পেস দেয় যেটা সত্যিই একজন অভিনয় শিল্পীর জন্য দারুণ ব্যাপার।

কাজটি প্রকাশ্যে আসার পর কেমন সাড়া পাচ্ছেন?

‘আরারাত’র সাড়া আমার কাছে ৯৯% ভালো এসেছে। আর শতভাগ খুশি আপনি কাউকেই করতে পারবেন না! দর্শকদের ভালোলাগাটা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জানিয়েছে কখনো সিন বাই সিন। ফোনেও অনেক পজিটিভ কল পেয়েছি। আর বর্তমান সময় অবশ্যই নিজেকে বা নিজের কাজকে পরীক্ষা করার জন্য ফেইসবুক বা এ ধরণের প্ল্যাটফর্মগুলো ভালো মাধ্যম।

অন্য কাজের কথা জানতে চাই—

কাজ তো আসলে অনেকগুলোই করা হচ্ছে। বেশ কিছু কাজ করে রেখেছি। যেগুলোর ব্যাপারে খুব দ্রুতই জানতে পারবেন। নতুন কয়েকটা প্রোজেক্টের শিডিউল নিয়েও কথা হচ্ছে।

ওটিটি প্ল্যাটফর্মে আপনি নিজের আলাদা একটা অবস্থান তৈরি করেছেন কাজ দিয়ে। বড় পর্দায় কিংবা অন্য কোন মাধ্যমে সেভাবে আপনাকে দেখা যায় না। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন?

অন্য মাধ্যমে যে কাজ করছি না তেমন নয়। করছি তবে সেগুলোর পরিমাণ কম হওয়ায় সেভাবে লাইমলাইটে হয়ত আসেনি। তবে বড় পর্দায় কাজ করার ব্যাপারে আরেকটু গোছানো পরিকল্পনা করছি। গল্প এবং চিত্রনাট্য ভালো হলে তবেই আগাবো। কাজ কম হোক, ভালো কাজটাই মানুষ দেখে। আমি ভালো কাজ করতে চাই।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন