বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে নিয়ে ভাবছেন না মিমি

নিউজজি ডেস্ক  ফেব্রুয়ারী ১১, ২০২৪, ১৯:৫৩:২২

380
  • ছবি: সংগৃহীত

১৯৮৯ সালের ১১ই ফেব্রুয়ারি জলপাইগুড়িতে জন্ম হয়েছিল ‘ডানপিটে’ মিমি চক্রবর্তীর। জীবনের ৩৫টা বসন্ত পার করে ফেললেন তৃণমূলের তারকা সাংসদ। এই মুহূর্তে টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলারের তালিকায় রয়েছেন মিমি। রাজের সঙ্গে ব্রেকআপের পর প্রকাশ্যে কোনও সম্পর্কে জড়াননি নায়িকা।

খাতায়-কলমে আজও সিঙ্গল। খোঁজ চালাচ্ছেন মনের মানুষের। তবে মিমিকে ভালোবাসার মানুষের অভাব নেই, কিন্তু নায়িকার বন্ধু-তালিকায় গত কয়েক বছরে বদল এসেছে বড়সড়।

কাছের মানুষদের সঙ্গেই নিজের ৩৫তম জন্মদিনের রাত সেলিব্রেট করলেন মিমি। সেলিব্রেশন পর্ব অবশ্য শুক্রবার রাত থেকেই চালু হয়েছিল। প্রাক জন্মদিনের জমকালো পার্টিতে নীল ড্রেসে ধরা দিলেন মিমি। পাশে জিৎ-প্রসেনজিৎ-অনিন্দ্যরা। বুম্বাদা আর প্রিয় নায়ক জিৎ-কে নিয়েই কেক কাটলেন নায়িকা।

চলল নাচা-গানা আর দেদার খানাপিনা। গত কয়েক বছরে মিমির লাইফস্টাইলেও বড় বদল এসেছে। নায়িকা এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন। ডিম বাদে আমিষ খাওয়া (মাছ, মাংস) ছেড়েছেন সম্পূর্ণ। তবে জন্মদিনে ডায়েট ভুলে কবজি ডুবিয়ে খেলেন।

গত বছর প্য়ারিসে জন্মদিন পালন করেছিলেন মিমি, এবার ট্রিপটা সেরে ফেলেছেন আগেভাগেই। আপতত ক্যারিয়ারই পাখির চোখ নায়িকার। ৩৫-এ পা দিয়েও এখনই বিয়ের কথা ভাবছেন না।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন