সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ , ১০ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

পরম-বিয়ার বিয়ে নিয়ে কী ভাবছেন অনুপম?

নিউজজি ডেস্ক  নভেম্বর ২৯, ২০২৩, ১৯:৪২:৫৭

145
  • ছবি: সংগৃহীত

পরমব্রত-পিয়ার বিয়ে হওয়ার পরই সোশাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন অনুপম রায়। অনুপমের তৈরি গান ‘তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর’ দিয়েই সঙ্গীতশিল্পীকে বিঁধছেন নেটিজেনদের একাংশ।

অন্যদিকে, নেটদুনিয়ায় পরম পেয়েছেন ‘বউ চোরে’র অপবাদ। তবে এসব ট্রোল নিয়ে মুখ খোলেননি অনুপম বা পরম কেউই। কিন্তু প্রাক্তন স্ত্রী পিয়া আবার বিয়ে করেছেন, তাও আবার ‘বন্ধু’ পরমকে, তা এই বিয়ে নিয়ে ঠিক কী ভাবছেন অনুপম? কৌতুহল ছিল নানা মহলে।

পরম-পিয়ার বিয়ে নিয়ে প্রতিক্রিয়ায় অনুপমের স্পষ্ট উত্তর, এই নিয়ে আমার কিচ্ছু বলার নেই। অনুপম যে এ ধরনের প্রশ্নের উত্তর দিতে একেবারেই স্বচ্ছন্দ্য নন, তা স্পষ্টই বুঝিয়ে দিলেন।

সোমবার দুপুরে রেজেস্ট্রি বিয়ে করেন পরম ও পিয়া। সন্ধ্যায় রিশেপসনও রেখেছিলেন তিনি। রিশেপসন পার্টি শুরুর আগে সংবাদমাধ্যমকে পরমব্রত জানিয়ে ছিলেন, বেশি বয়সে বিয়ে হলে যেমন লাগে, ঠিক তেমনই লাগছে। এই বিয়েটা প্রথম থেকেই প্রাইভেট রাখতে চেয়েছিলাম। শুধুমাত্র পরিবারের লোকজনই উপস্থিত ছিল। দেখি পরে হয়ত একটা অনুষ্ঠান করব। সেখানে সবাই নিমন্ত্রণ পাবেন।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন