বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

তিথির সঙ্গে প্রেম-কেমিস্ট্রি জমে ক্ষীর, নানা অভিযোগ আলভীর বিরুদ্ধে

নিউজজি প্রতিবেদক  নভেম্বর ২৯, ২০২৩, ১৫:৩৪:১৫

3K
  • ছবি: সংগৃহীত

এ সময়ের উঠতি অভিনয়শিল্পী যাহের আলভী। তার ক্যারিয়ারের সূচনা ২০১২ সালে। তবে অভিনয় দিয়ে আলোচনায় না আসতে পারলেও কিছু নাটকে উদ্ভট সংলাপ দিয়ে প্রযোজক-পরিচালকদের নজর কাড়ার চেষ্টা অব্যাহত রেখেছেন ইউটিউবের এই অভিনেতা। স্বল্প দিনের ক্যারিয়ারে এই অভিনয়শিল্পীর বিরুদ্ধে শোনা যাচ্ছে নানা কথা। সহশিল্পীর সঙ্গে কাজের বিনিময়ে ব্যক্তিগত প্রেমের সম্পর্ক তৈরি ও সিন্ডিকেটের অভিযোগে তো রয়েছেই!

আলভীকে অধিকাংশ নাটকেই দেখা যায় অভিনয়শিল্পী ইফফাত আরা তিথির সঙ্গে। এই অভিনয়শিল্পীর সঙ্গে পর্দার বাইরে বাস্তবেও আলভীর প্রেমের রসায়ন জমে ক্ষীর, এমন কথা নাটকপাড়ায় কান পাতলেই জোর গলায় শোনা যায়। বাস্তব জীবনে আলভী বিবাহিত হলেও তিথির সঙ্গে তার প্রেম ‘ওপেন সিক্রেট’। দীর্ঘ এক বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন তারা। যার কারণে একের পর এক নাটকে তাদের জুটি হিসেবে দেখা যাচ্ছে। এ কথা অবলীলায় জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রযোজক-পরিচালকও।

জানা গেছে, উত্তরার প্রিয়াংকা সিটিতে তিথিকে বাসা নিয়ে রেখেছেন আলভী। সেখানে বর্তমানে বসবাস করছেন তিনি। তিথিকে বিপরীতে নিলেই আলভীর শুটিং শিডিউল মিলে। এবং আলভীর অনুমতি নিয়ে অন্য নির্মাতাদের কাজ করেন তিথি, এমন কথাও চাউর রয়েছে।

নতুন কাজের প্রস্তাব পেলেই বিপরীতে তিথিকে নেয়ার প্রস্তাব রাখেন আলভী। তবে কেউ-কেউ তিথিকে নিতে অনাগ্রহ দেখান। সম্প্রতি নতুন একটি কাজের জন্য যাহের আলভী বিপরীতে তিথিকে নেয়ার কথা বললেও পরিচালক আপত্তি জানান। কারণ হিসেবে সেই পরিচালক বলেন, আলভী ও তিথির প্রেমের কথা কারো অজানা নয়। তবে আলভী চাইলেও আমি তিথিকে নিতে পারব না। কারণ, নাটকটি আমার বিক্রি করে টাকা তুলতে হবে। তিথি অনেক কাজ করে তবে, সেভাবে পরিচিতি কিংবা দর্শক জনপ্রিয়তা পোক্ত হয়নি। যার কারণে অন্য শিল্পী নিয়ে কাজটি করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রযোজক-নির্মাতা একই সুরে নিউজজিকে বলেন, এক বছর ধরে আলভী-তিথির কঠিন প্রেম চলছে। এ কথা মিডিয়ার অধিকাংশ মানুষই জানেন। তাদের একসঙ্গে জুটি করলেই আলভীর শুটিং শিডিউল মিলে, না হলে কাজ করবে না সরাসরি জানিয়ে দেন। তিথি আজীবনের আমার অপছন্দের তারপরও বাধ্য হয়ে কাজ করেছি। তাদের জুটি করে যে, কাজটি করেছিলাম সেটি মোটা একটা অংকের টাকা লস দিয়ে বিক্রি করতে হয়েছে। তাদের জুটি করে কাজ করলে লাভের চেয়ে ক্ষতির সম্মুখীন বেশি। এদের মতো কিছু শিল্পীর জন্য মিডিয়ার আজ বেহাল দশা।

যাহের আলভীর প্রথম পরিচালিত নাটকেও ছিলেন তিথি। সাম্প্রতিক সময়ে ‘প্রবাসী বেয়াই’, ‘জায়গায় কট’, ‘রোবটম্যান’, ‘জোর যার পরিমনি তার’, ‘মাইকেল রাজার ঝালমুড়ি’, ‘বড় লোকের ছেলে’, ‘স্যাটেলাইটম্যান’সহ একাধিক নাটকে জুটি হয়ে কাজ করেছেন তারা। যার বিরুদ্ধে প্রেম এবং সিন্ডিকেটের মতো গুরুতর অভিযোগ তার ভাষ্য কী?

যোগাযোগ করা হলে আলভী নিউজজিকে বলেন, বেশি কাজ করলে তো মানুষ বলবেই। কারো তো মুখ আটকে রাখা যায় না। যার যেটা বলার সেটা বলবেই। এমন কিছুই না। আমরা ভালো বন্ধু এবং মিডিয়ার আগে থেকেই পরিচিত। আমার কাছে মনে হয় ওর (তিথি) ওই যোগ্যতা আছে, ভালো অভিনয় করে, দেখতেও মাশাআল্লাহ সুন্দর। আর আমার সাথে কেমিস্ট্রিটা ভালো জমে। ওর সাথে আমাকে দর্শকও যেহেতু নিচ্ছে সে জায়গা থেকে বেশি কাজ করা হয়।

কেউ আপনার শিডিউল চাইলে সরাসরি উত্তরে তিথিকে নেয়ার প্রস্তাব দেন। তাকে নিলেই শিডিউল মিলবে। এমন অভিযোগ রয়েছে—বিষয়টা এমন নয়। আমাকে যখন বলা হয়—নায়িকা হিসেবে কে কে হতে পারে। তখন আমি যাদের সাথে কাজ করি তাদের নামগুলো বলি। আমার কাজ করা হয় তিথি, সৌমী, অহনার সঙ্গে। সবার নামই বলি। পরিচালক তখন তার মতো করে গল্পের প্রয়োজনে বেছে নেয়।

আমি কেন বাসা নিয়ে দেব। তার পরিবার আছে, তাদের সাথে থাকে। আমার বন্ধু হতে পারে। কাজের বাইরে একটা সম্পর্ক থাকতে পারে, ফান করতে পারি, আড্ডা দিতে পারি। সেটাকে আমি বন্ধুত্বই বলব। সবকিছু হতে পারে। তবে এমন কিছুই না। —তিথিকে উত্তরাতে বাসা নিয়ে রাখা প্রসঙ্গে এভাবেই বলেন ‘জায়গায় কট’র আলভী।

বলে রাখা ভালো, মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ‘ছোট দেবর’ নাটকের শুটিং সেট থেকে কথা বলেন আলভী। এ নাটকেও অভিনয় করেছেন ইফফাত আরা তিথি, যাকে ঘিরে প্রেমের চর্চা। নাটকটি পরিচালনায় রয়েছেন মহিন খান। পারিবারিক গল্পের নাটকটি অচিরেই একটি ইউটিউবে চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।

মাঝে তিথির কারণে আলভীর সংসারে চরম অশান্তি নেমে আসার কথাও জানা যায়। তবে সে কথা অকপটে স্বীকার করেছেন এ অভিনেতা। বলেন, জুটি হয়ে কাজ করলে বাইরে থেকে মানুষ অনেক ধরনের কথা বলে। কথাগুলো যখন পরিবারে যায় তখন একটা প্রভাব তো পরেই। এতটুকুই।

যাকে নিয়ে প্রেমের ফিসফাস তার ভাষ্য কী? প্রেম প্রসঙ্গে ইফফাত আরা তিথির ভাষ্য, এমন কথা অনেকেই বলে। আমার কানেও আসে। একটা জুটি একসঙ্গে অনেক দিন কাজ করলে তাদের নিয়ে কথা হয়। যেহেতু আমরা একসঙ্গে কাজ করছি বন্ধুত্ব তো অবশ্যই আছে। বন্ধুত্ব যদি কেউ অন্যভাবে দেখে তখন আমার বা আমাদের কাছেও খারাপ লাগে। আমাদের প্রেম নেই। তবে অনেক ভালো বন্ধু।

আলভীর বাসা নিয়ে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত কারণে উত্তরাতে বাসা নিয়েছি। কেউ নিয়ে দেয়নি। আমিই নিয়েছি এবং এর খরচও বহন করছি। মিডিয়াতে মানুষজন একুট কথা বলতে পছন্দ করে, কেউ কারো সঙ্গে দেখলেই কথা বলে। সে কারণেই এসব বলে।

আপনাকে ঘিরে আলভীর স্ত্রীর সঙ্গে ঝামেলা সৃষ্টি হয়েছিল। যে কথা আলভী নিজেও স্বীকার করেছেন। এ প্রসঙ্গে কী বলবেন? এটা ওদের ব্যক্তিগত বিষয়। আমি এরকম কিছু শুনিনি। ওর বাসায় আমার যাতায়াত আছে। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক। একসঙ্গে সিনেমা দেখি।

আপাতত আলভীর সংসারে অশান্তি বিদায় নিয়েছে। তবে প্রেমের কথা অস্বীকার করলেও আলভী-তিথির প্রেম বেশ গভীরে। পছন্দের প্রেমিকাকে নিয়ে কাজ করতে অনাগ্রহের কারণে অনেক নির্মাতাই আলভী থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। তিথিকে বিপরীতে নিয়ে তারা কাজ করতে চান না। আলভী-তিথি ব্যর্থ জুটি, বলছেন একাধিক প্রযোজক-নির্মাতারা।

নিউজজি/রুআ/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন