শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ , ১৩ জিলকদ ১৪৪৪

বিনোদন

শিল্পকলায় শুরু হচ্ছে চারুকলা প্রদর্শনী

নিউজজি প্রতিবেদক  মে ২৫, ২০২৩, ২০:০৭:৩৯

76
  • ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আগামী ২৮ মে থেকে শুরু হতে যাচ্ছে ২৫ তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩। প্রর্দশনী চলবে ১৫ জুলাই পর্যন্ত। ২৫ তম জাতীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে আজ দুপুরে জাতীয় নাট্যশালা মিলনায়তনের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, প্রশিক্ষণ বিভাগের পরিচালক খন্দকার রেজাউল হাশেম, চারুকলা বিভাগের উপপরিচালক এ এম মোস্তাক আহমেদ এবং একাডেমির অনান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক ২৫তম জাতীয় চারুকলা প্রর্দশনীর বিস্তারিত তুলে ধরেন।

রোববার (২৮ মে) সন্ধ্যায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রর্দশনীর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ, উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এবং বরেণ্য শিল্পী হাশেম খান। এছাড়াও সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, শৈল্পিক ভাবনা ও শিল্পের আলো ছড়িয়ে দিতেই কাজ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাতীয় পর্যায়ে এ ধরনের আয়োজনের মধ্য দিয়েই চারু শিল্পীদের ক্ষেত্র আরো বাড়ার সুযোগ তৈরি হয়। আজকে জাতীয় পর্যায়ে যারা চারুশিল্পী খ্যাতি অর্জন করেছেন তাদের অনেকেই এই জাতীয় চারুকলা প্রর্দশনীর মাধ্যমে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পেরেছেন এবং খ্যাতি লাভ করেছেন। এছাড়া চারুকলা ক্ষেত্রে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নানা কাযক্রম ও পরিকল্পনার কথা তুলে ধরেন মহাপরিচালক।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ সূচনালগ্ন থেকে চারুকলা বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করে আসছে। এর মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী, জাতীয় চারুকলা প্রদর্শনী, নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী, জাতীয় ভাস্কর্য প্রদর্শনী উল্লেখযোগ্য।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন