শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ , ১৩ জিলকদ ১৪৪৪

বিনোদন

নতুন গান নিয়ে এলেন এহসান রাহী

নিউজজি প্রতিবেদক  মে ২৫, ২০২৩, ১৯:১৯:৩৫

67
  • ছবি: সংগৃহীত

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী এহসান রাহী। দীর্ঘদিন পর নতুন গান নিয়ে এসেছেন তিনি। তার নতুন গানটির শিরোনাম ‘মনকে বলি’। গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ রাজীব। সম্প্রতি গানটি দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

নতুন গান প্রসঙ্গে এ গায়ক বলেন, গানের কথাগুলো শ্রুতিমধুর। রাজীব ভাই অসম্ভব সুন্দর সঙ্গীতায়োজন করেছেন। তার কাজ বরাবরই আমার পছন্দ। খুব ভালো লাগছে, গানটি প্রকাশের পর থেকে মানুষের ভালোবাসা পাচ্ছি। বুঝতে পারছি, ভালো গান কিংবা সৃষ্টির কদর সবসময় আছে।

এহসান রাহীর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘প্রশ্ন’, ‘চাঁদের অপেক্ষা’, ‘মেঘের মেয়ে’, ‘কেন কাঁদিস’, ‘ভাসবো ভালো’, ‘কিছু হবে না’ প্রভৃতি।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন