শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ , ১৩ জিলকদ ১৪৪৪

বিনোদন

স্বপ্ন পূরণের এক ধাপ এগিয়ে নিয়ে গেছে: পূজা

নিউজজি প্রতিবেদক  মার্চ ২৩, ২০২৩, ২০:০০:১৫

172
  • ছবি: সংগৃহীত

হালের দর্শকপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রাখেন তিনি। এরপর পুরোদস্তুর ঢাকাই সিনেমার নায়িকা হয়েছেন। একের এক সিনেমায় কাজ করে যাচ্ছেন পূজা। শুরু থেকেই পূজার স্বপ্ন ছিল ভিন্ন ঘরানার সব সিনেমায় কাজ করবেন। করছেনও তা।

ক্যারিয়ারের শুরু থেকেই পূজার ইচ্ছে ছিল ভৌতিক সিনেমায় কাজ করার। এরই মধ্যে এই নায়িকার কাঙ্খিত ইচ্ছে পূরণ হয়েছে। যদিও সিনেমাটির কাজ অনেক দিন আগে শেষ হলেও নানা কারণে প্রেক্ষাগৃহে আসেনি। অবশেষে আসন্ন ঈদে ‘জ্বীন’ নামের ভৌতিক গল্পের সিনেমাটি মুক্তি পেতে চলেছে। যা নিয়ে উচ্ছ্বসিত পূজা।

‘জ্বীন’ ক্যাপশন দিয়ে ফেসবুক স্ট্যাটাসে অনুভূতি ব্যক্ত করে পূজা লেখেন, সব অভিনেতা-অভিনেত্রীর একটি স্বপ্ন থাকে যে, সে সব ধরনের চরিত্রের কিছু কাজ করবে। সেটা হতে পারে রোমান্টিক, অ্যাকশন কিংবা ভৌতিক কোনো গল্পে। সবার মতো আমারও ইচ্ছা এবং আশা ছিল আমিও ভিন্ন-ভিন্ন কিছু গল্প এবং চরিত্রে অভিনয় করব। একজন সিনেমাপ্রেমী কিংবা একজন অভিনেত্রী হিসেবে এই ইচ্ছা থাকতেই পারে।

তিনি আরও লেখেন, শুরুতেই শুরু করেছি রোমান্টিক গল্পের সিনেমা দিয়ে। সেটা হলো জাজ মাল্টিমিডিয়া ‘নূর জাহান’ এবং ‘পোড়ামন ২’ দিয়ে। যা কিনা আমার স্বপ্ন পূরণের এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এর পর পরই অনেকগুলো সিনেমা করলাম। যেমন ‘দহন’, ‘প্রেম আমার ২’। এই দুইটা সিনেমা করার পরই ‘জ্বীন’ সিনেমাটির কথা আসে। যেটাতে কিনা আমি একটু অবাক হই।

কারণটা হলো এর আগেই বলেছিলাম আমার ভৌতিক সিনেমার প্রতি একটা আলাদা ভালোলাগা আছে এবং এই সুন্দর ও ভৌতিক সিনেমার গল্পে কাজ করব তাই একটু অবাক হয়েছি। অবাকের চেয়ে বলব আমি অনেক খুশি হয়েছি। ‘জ্বীন’ সিনেমাটির সাথে আমি যুক্ত সেই শুরু থেকে।

আর এই সিনেমাটির কাজও খুব সুন্দরভাবেই শেষ করি আমরা সবাই। ‘জ্বীন’র কাস্টিং থেকে শুরু করে ডিরেক্টর প্রতিটা কলাকুশলীগণ সবাই সিনেমাটি নিয়ে আগ্রহী। এই সিনেমার সাথে যারা যুক্ত তারাই শুধু আগ্রহী না। খেয়াল করেছি আমাদের প্রিয় দর্শক তারাও খুব আগ্রহী। তাই বলতে চাই আমাদের সবার আগ্রহের সিনেমা এবং সকল অপেক্ষার পালা অবসান ঘটিয়ে ‘জ্বীন’ আসছে এই রোজার ঈদে। -যোগ করলেন অভিনেত্রী।

ঢালিউডে সেভাবে ভৌতিক ঘরনার সিনেমা নির্মিত হয় না। হাতে গোনা যে কয়েকটি ভৌতিক সিনেমা নির্মিত হয়েছে সেগুলো মানসম্পন্ন না হওয়ায় আলোচনায় আসেনি। এই বাস্তবতায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত  ‘জ্বীন’ নামের ভৌতিক সিনেমা। এটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী।

প্রযোজনা প্রতিষ্ঠানসহ সিনেমা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সবশেষে পূজা লেখেন, এইটুকুই বলতে চাই আমরা সকলে মিলে চেষ্টা করেছি একটি ভালো সিনেমা বানানোর। আশা রাখছি, আমার ভালোবাসার এবং প্রিয় দর্শকরা এই চেষ্টার মূল্যায়ন অবশ্যই করবে।

সিনেমাতে সজল-পূজা ছাড়াও আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী ও হিরা প্রমুখ। সাভারের আমিন বাজার, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও বিএফডিসি’সহ বিভিন্ন জায়গায় সিনেমাটির শুটিং হয়েছে।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন