শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ , ১৩ জিলকদ ১৪৪৪

বিনোদন

মেরী’র ‘মনের পিঞ্জিরা’

নিউজজি প্রতিবেদক  মার্চ ২২, ২০২৩, ১২:৪৮:০৬

219
  • ছবি: সংগৃহীত

প্রকাশিত হলো এই প্রজন্মের কণ্ঠশিল্পী মেরী’র নতুন গান ‘মনের পিঞ্জিরা’। মঙ্গলবার (২১ মার্চ) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় এই গান।

‘রইলো না রে মনের পাখি, মনের পিঞ্জিরায়’ এমন কথামালায় গানটির গীতিকবিতা সাজিয়েছেন রবিউল ইসলাম জীবন। আর জীবনের কথায় সুর দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার বেলাল খান। সঙ্গীতায়োজনে ছিলেন এম.এ রহমান। অনি খানের ভিডিও নির্দেশনায় গানটির ভিডিওতে অংশগ্রহণ করেছেন মেরী নিজেই। 

নতুন গানটি প্রসঙ্গে মেরী বলেন, ‘মনের পিঞ্জিরা’ গানটির কথা খুবই সুন্দর। কথার সাথে মিল রেখে এর সুর, সঙ্গীত ও মিউজিক ভিডিওটি দারুণ হয়েছে। আমি আমার সাধ্যমত গয়কী দেওয়ার চেষ্টা করেছি। গানটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছি। আশা করছি, আমার অন্য গানগুলোর মতোই আমার এই গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন