শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ , ১৩ জিলকদ ১৪৪৪

বিনোদন

চুটিয়ে সংসার করছেন কারিনা কাপুর

নিউজজি ডেস্ক  মার্চ ২২, ২০২৩, ১১:৪৯:৪৬

115
  • ছবি: সংগৃহীত

মা হওয়ার পর বদলে যায় প্রতিটি মেয়ের জীবন। সাধারণ কেউ হোক কিংবা অভিনেত্রী। সকলের ক্ষেত্রেই দেখা দেয় এই একইরকম পরিবর্তন। সেই তালিকায় রয়েছেন কারিনা কাপুর খানও। অভিনয়ের পাশাপাশি গৃহের কাজ করতে এবং সন্তানদের যত্ন নিতে ভীষণ ভালোবাসেন তিনি। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী।

২০১২ সালে নিজের থেকে প্রায় দশ বছরের বড় অভিনেতা সাইফ আলী খানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন কারিনা। অভিনেত্রীর এহেন সিদ্ধান্তের জন্য নেট দুনিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। কিন্তু সেগুলোতে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। তিনি চুটিয়ে সংসার করছেন জনপ্রিয় বলি অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে।

‘তশন’ সিনেমার কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েছিলেন সাইফ-কারিনা। এরপর সারা জীবনের জন্য একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তারা। বাধাও পড়েন সাত পাকে। ২০১৬ সালে মাতৃত্বের স্বাদ পান কারিনা। জন্ম হয় ছোট্ট তৈমুরের। ২০২১ সালে আবারও মা হন অভিনেত্রী। তার ছোট ছেলের নাম জাহাঙ্গীর। দুই ছেলে এবং স্বামীকে নিয়ে চুটিয়ে সংসার করছেন কারিনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাচ্চারা কী খাবে, কী করবে, কখন খেলতে যাবে—সমস্ত কিছু দায়িত্ব সামলাই আমি। এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আমি একজন তারকার পাশাপাশি একজন মা। একজন গৃহিণী। আর সে কারণেই ভীষণ ভালোবাসি আমি এই কাজ। আমি আমার ঘরটা নিজের মতো করে চালনা করতে ভালোবাসি।’

শিগগিই আবার শুরু হতে চলেছে চ্যাট শো ‘হোয়াইট উইমেন ওয়ান্ট’-এর চতুর্থ সিজন। প্রথম পর্বেই হাজির থাকবেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।

অন্যদিকে, নেটফ্লিক্স থ্রিলার ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’র মাধ্যমে স্ক্রিনিংয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন কারিনা কাপুর। পাশাপাশি হংসল মেহতার একটি রহস্যময় সিরিজেও দেখা যাবে তাকে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন