নিউজজি ডেস্ক মে ১৩, ২০২২, ১৭:৫২:৫২
ছবি: ইন্টারনেট
খান পরিবারে ফের দুঃসংবাদ। এর আগে সংসার ভেঙেছে আরবাজ-মাইলকার। এবার ডিভোর্সের পথে সালমান খানের আরেক ভাই সোহেল খান।
জানা গেছে, সোহেল খানের দাম্পত্য সম্পর্ক বছর কয়েক ধরেই টালমাটাল ছিল। এক ছাদের তলায় থাকতেন না খান পরিবারের এই দুই সদস্য। এবার কাগজে-কলমেও আর স্বামী-স্ত্রী হিসাবে থাকছে চান না তারা।
সূত্রের খবর, ডিভোর্সের আবেদন জমা দিয়েছেন সোহেল খান ও তার পত্নী সীমা খান। ২৪ বছরের দাম্পত্য ভাঙছে অবশেষে। এদিন মুম্বাইয়ের এক পারিবারিক আদালতে হাজির হয়েছিলেন দুজনে। তবে একসঙ্গে নয়, আলাদা আলাদাই দেখা গেল তাদের।
সূত্রে জানা গেছে, সোহেল খান এবং সীমা সচদেব আদালতে হাজির হয়েছিলেন। তারা ডিভোর্সের আবেদন জানিয়েছেন। এটা মিউচুয়াল ডিভোর্স হতে চলেছে।
বিবাহবিচ্ছেদের ব্যাপারে এখনও কোনও রকম আনুষ্ঠানিক বিবৃতি জারি করেননি দুজনে। ১৯৯৮ সালে সোহেল আর সীমা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের দুই সন্তান নির্ভান এবং ইয়োহান। ২০১৭ সালে প্রথম তাদের ডিভোর্সের গুঞ্জন শোনা গিয়েছিল। এরপর নেটফ্লিক্সের শো ‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এ স্পষ্ট হয়েছিল এক ছাদের তলায় থাকেন না তারা।
নিউজজি/রুআ
Chief Editor: Khademul Jahan |
Address : 82/2, New Elephant Road, Dhaka: 1205 |
Phone: +880 29614681 |
email: info@newsg24.com
Newsg24.com | A G-Series Company.