শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

অভিনেতা মহিউদ্দিন বাহারের প্রয়াণ দিবস আজ

নিউজজি প্রতিবেদক  সেপ্টেম্বর ১৪, ২০২১, ১১:৩৯:০৯

446
  • মহিউদ্দিন বাহার। ছবি: ইন্টারনেট

তুমুল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তিনি ছিলেন নিয়মিত মুখ। তার সাবলীল অভিনয়ে মুগ্ধ হতো দর্শকেরা। তিনি মহিউদ্দিন বাহার। গুণী এই অভিনেতা গত বছরের আজকের দিনে (১৪ সেপ্টেম্বর) না ফেরার দেশে চলে যান। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী।

মহিউদ্দিন বাহারের জন্ম ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। তিনি সরকারের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন ২০০৫ সাল পর্যন্ত। চাকরির পাশপাশি তিনি ভালোবাসা থেকে অভিনয় করতেন। স্কুল জীবন থেকেই বিভিন্ন নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছেন। ১৯৭৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন তিনি।

১৯৭৭ সালে বাংলাদেশ টেলিভিশনের ছোটদের সিরিজ ‘রোজ রোজ’-এ প্রথম অভিনয় করেন মহিউদ্দিন বাহার। এরপর চাকরির পাশাপাশি হুমায়ূন আহমেদ, গিয়াস উদ্দিন সেলিমসহ অনেকের নাটকে অভিনয় করেছেন। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন ‘ইত্যাদি’ অনুষ্ঠানের মাধ্যমে। দীর্ঘ ২৬ বছর তিনি এই ম্যাগাজিন অনুষ্ঠানে অভিনয় করেছেন।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন