রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ , ১ জুমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বুটেক্সে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

বুটেক্স প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি , ২০২৪, ১৭:২৮:১৫

379
  • ছবি : নিউজজি

বুটেক্স: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গসংগঠন। এ সময় উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, রেজিস্ট্রার কাবেরী মজুমদার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থী বৃন্দ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। শুরুতে উপাচার্যের হাতে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রভাত ফেরিতে অংশ নেয় উপস্থিত সকলে। ফিরে এসে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্যান্য উপস্থিত সকলে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নিজের সংস্কৃতিকে ধরে রাখতে শিখলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সেটা চর্চা করা যায়। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে পরবর্তী প্রজন্মকে আমরা কোনো সংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছি। এরপর তিনি প্রত্যেককে আহ্বান জানান যারা ভাষার জন্য শহিদ হয়েছে তাদের সম্মান যাতে কোনো অংশে ক্ষুণ্ন না হয় সে বিষয়ে সচেতন থাকতে।

একপর্যায়ে বুটেক্স ডিবেটিং ক্লাব কর্তৃক প্রদর্শনী বিতর্কের আয়োজন করা হয়। এরপর উপস্থিত শিক্ষকগণ তাদের মূল্যবান বক্তব্য দেন। এছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্য রাখেন। সব শেষে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন