রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ , ৬ জুমাদাউস সানি ১৪৪৬

শিক্ষা

শিউলির সুঘ্রাণে মাতোয়ারা ববি ক্যাম্পাস

ববি প্রতিনিধি ২৯ নভেম্বর , ২০২৩, ১৫:৫৬:১৬

229
  • ছবি : নিউজজি

ববি: শরৎ আর হেমন্তের মোহময় ভোরের ঝকঝকে আকাশ আর বাতাসে শীতের মৃদু স্পর্শে নিঃশব্দ বেদনায় ঝরে পড়া এক ফুলের নাম শিউলি। আবার সন্ধ্যা নেমে এলেই শিউলির কোমল গন্ধে ভরে ওঠে প্রকৃতি।

শিউলি ফুলের ইংরেজি নাম Night-flowering Jasmine.পরিবার Oleaceae. উদ্ভিদ তাত্ত্বিক নাম Nyctanthes arbor-tristis. লাতিন Nyctanthes--এর অর্থ হচ্ছে ‘সন্ধ্যায় ফোটা’ এবং arbor-tristis-এর মানে হচ্ছে ‘বিষন্ন গাছ’।

শিউলি ফুলের পাগল করা সুবাসে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্য। শুভ্র এই ফুলের সৌন্দর্য আকৃষ্ট করে তোলে যে কাউকে। সৌন্দর্য ও সুবাসে অনন্য এক ফুল শিউলি। তেমনি করে দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কুয়াশার চাদরে ঢাকা ক্যাম্পাসকে শিউলিফুল মাতিয়ে রাখছে সুঘ্রাণে।

ক্যাম্পাসের রাস্তায় হাটতে গিয়ে মনে হয় যেন সাদা-কমলার গালিচা বিছিয়ে রয়েছে শিউলি। আর সেই গালিচায় ভোরের শিশির যখন পড়ে তখন ক্যাম্পাসের রূপ আরও অপরূপ হয়ে উঠে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শিউলির সৌন্দর্য বর্ণনা করে লিখেছিলেন, লাগিল জাফরানী রং শিউলি ফুলে...’

শিউলি ফুলের সৌন্দর্যে মুগ্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইনামুল হক তার অনুভূতি ব্যাক্ত করে বলেন, শীতের আগমনী গান নিয়ে হানা দেয় শিশির ভেজা হেমন্ত। পারিজাত শিউলি রাজপথ আলোকিত করে সেই শীতের আগমনী বার্তা নিয়ে সুবাসিত করে হেমন্তের আকাশ, সুবাসিত করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে। রাতের ক্যাম্পাস ভরে ওঠে শেফালির গন্ধে। এখানে ভোর সকালে পারিজাত শেফালি কুড়াতে কুয়াশাজড়ানো পথ অতিক্রম করে শিক্ষার্থীরা হাজির হয় শেফালিতলায়। ঝরে যাওয়া শেফালি নতুন করে জীবন পায় কারো খোপায় কিংবা হাতের বালা হয়ে।

আফসানা আক্তার নামে আরেক শিক্ষার্থী বলেন, হেমন্তের এই সকালে শিউলি ফুল ববি ক্যাম্পাসকে সুবাসিনী তার নিজের রূপ, সৌরভ আর লাবণ্য দিয়ে অন্য রূপে সাজিয়ে রাখে। আর আমরা বারবার মুগ্ধ হই এই অভিমানিনীর শুভ্র কোমলতায়!

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
এ বিভাগের অন্যান্য সংবাদ