মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ , ১১ রবিউল আউয়াল ১৪৪৫

শিক্ষা

অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু ২ জানুয়ারি

নিউজজি প্রতিবেদক ২৪ নভেম্বর , ২০২২, ১৮:৫৪:০৯

144
  • ছবি: ফাইল

ঢাকা: অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষা ২০২৩ সালের ২ জানুয়ারি শুরু হচ্ছে। বিষয়ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা সাড়ে ১২টা থেকে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষার ব্যাপ্তিকাল প্রশ্নপত্রে উল্লেখ করা থাকবে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২১ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে কোনো কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।

নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে প্রশ্নপত্র সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি রক্ষায় বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। প্রশ্নপত্রের ট্রাংক লিখিত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ট্রেজারি থেকে বের করা যাবে না। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে। এক্ষেত্রে পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে যোগাযোগ করে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে।

নিউজজি/ এএন

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন