শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

শিক্ষা

কুবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬ শতাংশ

কুবি প্রতিনিধি ২৪ অক্টোবর , ২০২১, ১৫:৫৫:৫৪

254
  • ছবি : ইন্টারনেট।

কুবি: যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৯৫.৪৪ অর্থাৎ প্রায় ৯৬ শতাংশ। রোববার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ‘বি’ ইউনিটের পরীক্ষা কার্যক্রম আরম্ভ হয়ে দুপুর ১টায় শেষ হয়।

ভর্তি পরীক্ষা শুরু হওয়ার ৭ মিনিট এবং ২২ মিনিট পরও দুইজন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেন।

‘বি’ ইউনিটের পরীক্ষা কমিটির সূত্র মতে, ‘বি’ ইউনিটের পরীক্ষায় ২৫০৫ জন শিক্ষার্থীর বিপরীতে অংশগ্রহণ করেছে ২৩৯১ জন।  এর মধ্যে অনুপস্থিত ছিল ১১৪ জন এবং উপস্থিতির হার প্রায় ৯৬ শতাংশ।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের সূত্র মতে, ২৫০৫ জন পরীক্ষার্থীর মধ্যে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৩১৮ জন এবং ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৭৩ জন।

উম্মে হানি নামক এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষা দিতে এসে কোনো ধরনের সমস্যা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে সঠিকভাবে পরীক্ষা দিতে পেরেছি এবং সকলেই সহযোগিতাপূর্ণ আচরণ করেছে।

পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর অভিভাবক মো. মোস্তফা বলেন, পরীক্ষা দিতে আসার পর কোনো প্রতিবন্ধকতা আসে নি। সব কিছু ঠিক ছিল।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ, বিভিন্ন আঞ্চলিক সংগঠন, রোভার, বিএনসিসি সার্বিক সহায়তা করেছে।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, সবার সার্বিক সহযোগিতায় আমরা ‘বি’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। সামনেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি ২০২০-২১ এর আহ্বায়ক উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সর্বশেষ ‘সি’ ইউনিটের পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করতে পারলেই গুচ্ছের এই চ্যালেঞ্জ সম্পন্ন হবে।

নিউজজি/ এসআই/ নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন